Sunday 25 April 2021

সচেতন হন


সচেতন হন

----------------

কী ভয়াবহ পরিস্থিতি ! দ্বিতীয়বার কোভিডের প্রাদুর্ভাব, হাসপাতালে শয্যার অভাব, অক্সিজেন সরবরাহের সমস্যা, ভেন্টিলেটর ও আই সি ইউ প্রকোষ্ঠের একান্ত অভাব ! মানুষ আক্রান্ত হচ্ছেন ঘরে ঘরে | আত্মীয়স্বজনের দুঃসংবাদ আসছে কতজনের, কত মানুষ পথে পথে ঘুরে বেড়াচ্ছেন হাসপাতালে শয্যা পাওয়ার জন্য, বেঘোরে প্রাণ হারাচ্ছেন মানুষ, ডাক্তার, সকলে |

রাজনৈতিক নেতানেত্রীরা যে কি পরিমাণ অদূরদর্শী, স্বার্থপর, অমানবিক ও অজ্ঞ তা কি আর বলার অপেক্ষা রাখে ? বিশেষতঃ, অতিমাত্রায় রাজনৈতিক রোড শো এর জন্য বিশেষভাবে দায়ী | সাধারণ মানুষকে কোভিড সম্বন্ধে যথেষ্ট পরিমাণে সচেতন করাও হয়নি | ঘন্টা, শাঁখ, থালা ইত্যাদি বাজালে, ৫ এপ্রিল, ২০২০, রাত ৯টা থেকে ৯-০৯ পর্যন্ত দেশকে অন্ধকারে রাখলে, হেলিকপ্টর থেকে ফুলের পাপড়ি ছড়ালে ও কোভিড নিয়ে রাজনীতি করলে যদি এই অতিমারীকে পরাস্ত করা যেত তো বৈজ্ঞানিকরা বহুকাল আগেই এ পথ ধরতেন তাঁদের বিজ্ঞানের দুরূহ সাধনা ছেড়ে | এই তো অবস্থা | এখন উপায় কি ? মানুষ কি পড়ে পড়ে মরবে ? কখনই নয় | এখনও উপায় আছে | সচেতন হন | সূচিতা রক্ষা করুন |

১) দূরত্ব বজায় রাখুন | কোরোনা ভাইস ১ মিটার পর্যন্ত অতিক্রম করতে পারে along its projectile curve |

২) মুখের আবরণটি (face mask) পড়ুন নাক ও মুখ ঢেকে, থুতনিতে কিম্বা কন্ঠে ঝুলিয়ে রেখে নয় |

৩) অকারণে বাইরে যাবেন না | বাইরেই রোগের বীজ অধিক পরিমাণে |

৪) নাকে, মুখে ও চোখে কোন মতেই হাত দেবেন না | কোরোনা ভাইরাস নাক, মুখ ও চোখ দিয়েই প্রবেশ করে ও ফুসফুসকে বিকল করে |

৫) টিকা নিয়ে অতিসুরক্ষিত বোধ করবেন না | সমস্ত সাবধানতা সমানতালে বজায় রাখবেন |

৬) ঘন ঘন হাত ধোবেন সাবান দিয়ে ভাল করে কব্জি পর্যন্ত অন্তত ২০ সেকেণ্ড ধরে | কোরোনা ভাইরাস সাবান ও জলের যুগ্ম আক্রমণ ২০ সেকেণ্ড সহ্য করতে পারে না, মরে যায় | তাই সময়ের এই বিধান | হাতই আমরা চোখে, মুখে ও নাকে দিয়ে থাকি যার দ্বার এই ভীষণ বীজ সংক্রমণ সম্ভব | তাই হাতটি পরিষ্কার রাখা চাই সর্বসময় | মনে রাখবেন হ্যাণ্ড স্যানিটাইজার (hand sanitiser) এর থেকে সাবান অধিক কার্যকরি |

মনে বল রাখুন | এ বিপদও আমাদের সম্মিলিত প্রচেষ্টায় ও অশেষকারুণিক ঈশ্বরের কৃপায় কাটবে | সাবধানতা অবলম্বন করা আমাদের কাজ | ফল তো মায়ের হাতে | সকলে সুরক্ষিত থাকুন, ভাল থাকুন ! সকলকে মা শুভবুদ্ধি দিন !

রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment