Wednesday, 21 April 2021

সাবধান !


সাবধান ! 

-------------- 

দেশের সকলে এই ভয়াবহ অতিমারী হতে মায়ের কৃপায় সুরক্ষিত হোন | সকল প্রকার সাবধানতা অবলম্বন করুন | 

১) অন্তত ৪ ফুট দূরত্ব বজায় রাখুন নিকটবর্তী মানুষের থেকে |

২) ফেস মাস্ক পরুন ঠিকমত, নাক ও মুখ সম্পূর্ণ ঢেকে | মনে রাখবেন কোরোনা বীজাণু কিন্তু চোখ, নাক আর মুখ দিয়েই প্রবেশ করে শরীরে ও ফুসফুসকে বিকল করে মৃত্যু ঘটায় | 

৩) হাত কব্জি পর্যন্ত মাঝে মাঝেই সাবান দিয়ে টানা ২০ সেকেণ্ড ধুয়ে ফেলুন | হাতের আঙুলের নখ কেটে ফেলুন | নখে কোরোনা বীজাণু অবস্থান করার সুযোগ পায় | 

৪) চোখ, মুখ আর নাকে হাত দেবেন না | 

৫) অপ্রয়োজনে বাইরে যাবেন না | 

৬) বাইরে গেলে, বাড়ী ফিরেই পরিধানের সমস্ত বস্ত্র, রুমাল পর্যন্ত ঢাকা দেওয়া বালতিতে রেখে দিন কাচার জন্য ও তারপর ভাল করে সাবান দিয়ে ও কেশ শ্যাম্পু দিয়ে ধুয়ে স্নান করে নিন | 

৭) টিকা নিয়ে নিন সুযোগ মত | 

৮) World Health Organisationএর website দেখতে থাকুন নিয়মিত নানা সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করা সম্বন্ধে ওঁরা কি বলেন | 

৯) কোনরকম অস্বস্তি হলে তৎক্ষণাৎ ডাক্তারের সাথে কথা বলে নিন ও তাঁর নির্দেশমত চলুন | 

মনে রাখবেন, আপনার সতর্কতা শুধু আপনার জীবনরক্ষাই করবে না, পারিপার্শিক মানুষদেরও সুরক্ষিত রাখবে | এর কারণ হল এই যে, যে কোন মানুষ নিজে আক্রান্ত না হয়েও কোরোনা বীজাণুর ধারক ও বাহক (carrier) হতে পারেন ও অপরকে সংক্রমিত করতে পারেন | মায়ের কৃপায় নিজ সাবধানতা অবলম্বনপূর্বক সকলে সুরক্ষিত থাকুন | 

ইতি, 

আপনাদের আত্মজন, 

সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment