Sunday 25 April 2021

কী মধুর বিনয়ী ব্যবহার দক্ষিণভারতীয় মেয়ের !


কী মধুর বিনয়ী ব্যবহার দক্ষিণভারতীয় মেয়ের !

------------------------------------------------------------------

গত শণিবার রামকৃষ্ণ মিশন তিরুঅনন্তপূরমে দূরভাষে সংযোগ করি | কী ভদ্র দক্ষিণভারতীয় মেয়েরা ! যিনি দূরভাষে কথা বললেন সম্পূর্ণানন্দজীর স্বাস্থবিষয়ক, তাঁর বিনয়ী ব্যবহারে আমি মুগ্ধ হলাম | আগেও বহুবার এই একই অভিজ্ঞতা হয়েছে দক্ষিণভারতীয় মেয়েদের ব্যবহারবিষয়ে | তুলনা করি যখন আমাদের রাজ্যের অনুরূপ ব্যবহারের ব্যাপারে, তখন দেখি আকাশপাতাল প্রভেদ | বড়ই দুঃখজনক ! বাংলায় আজ যথার্থই সভ্যতার সংকট !

রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment