Monday 5 April 2021

স্বদেশপ্রেম



স্বদেশপ্রেম

----------------

গাহিব মরণগাথা জীবনে,

গাহিব জীবনগাথা মরণে,

রচিব রুধিররঙে স্বপন,

শান্তির বিস্মরণে |


এ হেন যৌবনপ্রেম

স্ফুরিবে স্বদেশলাগি,

হৃদয়ের উৎস হতে

বহিবে রজনী জাগি |


তোমার পরাণমাঝে

খুঁজিব অন্তরবাস,

নয়নের উন্মিলনে

জাগিবে হৃদয়ে আভাস |


স্বরাজের পূর্ণস্রোতে

ভাসিবে চিত্ত মম,

ঘুঁচিবে ঘোর তমসা

উদিবে সূর্যসম |


ভেদিয়া নিবিড় নিশীথ,

উজলিবে রবির কিরণ,

প্রভাতের সেই আবেশে

বহিবে কোন সমীরণ ?


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment