Monday, 12 April 2021

ঘুণ ধরে গেছে বাংলাভাষায়, ভোগের ঘুণ


ঘুণ ধরে গেছে বাংলাভাষায়, ভোগের ঘুণ

----------------------------------------------------------

গোটা বাংলাভাষাকে নতুন ছাঁচে ঢালতে হবে | উপযুক্ত শব্দসংযোজনের দ্বারা ভাষাকে বীর্যবান করতে হবে | দুর্বল শব্দপ্রয়োগের দ্বারা দুর্বল ভাবের উদ্রেক হয় | ইন্দ্রিয়পরায়ণতা, রিপুর দাসত্ব ও যথেচ্ছ ভোগে লিপ্ত হওয়ার সূক্ষ্ম বাসনা দুর্বল ভাষাকে তার বাহনরূপে ব্যবহার করে | বাংলাভাষা এই ভোগের ভাবকে আশ্রয় করে বাঙালীর মনে কামনাবাসনার বিষ সংক্রমণ করে চলেছে | আর এর ইন্ধন যুগিয়ে যাচ্ছে বাংলার স্বীকৃত সর্বশ্রেষ্ঠ সাহিত্য যা ছেলেবয়েস থেকে বাচ্চাদের মস্তিষ্কে প্রবেশ করে তাদের ভোগের দিকে আকর্ষণ করে | জন্মাতে না জন্মাতেই ধরিয়ে দেওয়া হল দুর্বল কবিতা আর গান | শৈশব ধ্বংশ হল | তারপর যৌবনে প্রণয়ের পালা তো নয়, ইন্দ্রিয়ের দাসত্ব | পৌরুষের লেশমাত্র পরিলক্ষিত হয়না, শুধু সংস্কৃতির নামে প্রচ্ছন্ন নিম্নবাসনা | এরকম সংস্কৃতিকে গঙ্গার জলে বিসর্জন দিয়ে বাঙালীকে মানুষ হতে আহ্বান করেছেন স্বামীজী | এখন তাঁর চর্চা করুন যদি মানুষ হতে চান | নইলে এই অধঃপতিত জাতি সমূলে বিনষ্ট হবে |

লেখক : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment