মাতঙ্গিনী মমতা
------------------------
রাজনৈতিক রণে আজ নেই কোনো সমতা,
একদিকে মোদীকুল আর অন্যদিকে মমতা |
এতগুলো নৃসিংহ জোটবেঁধে করে রণ,
রথে চড়ে বাঘিনী একাই করে দমন |
বাংলার দশকোটি নারীমাঝে এক নর
কী বিপুল বিক্রম তার ! কাঁপে মোদী থরথর |
তোষণদুষণহেতু প্রায় হাতছাড়া বঙ্গ,
জলে ডোবে তরণী, তবু নাহি রণে ভঙ্গ |
বীরাঙ্গনা, মাতঙ্গিনী, ক্ষিপ্তা, উদ্ভ্রান্ত,
মোদীশাহকে বিদায় দিয়ে হবে বুঝি ক্ষান্ত |
রণচণ্ডিকা, কী প্রচণ্ড ক্ষমতা !
যেন মোদীশাহ বধ্য অরি, মাতঙ্গিনী মমতা !
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment