Sunday, 1 September 2024

বিবেকানন্দ পড়ো, জাগ্রতবোধে সমাজ গড়ো

 

বিবেকানন্দ পড়ো, জাগ্রতবোধে সমাজ গড়ো

☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆


পবিত্রতাবিহীন সমাজসংস্কার সম্ভব নয় | আবার অলস শাস্ত্রবাক্য আওড়েও তা অসম্ভব | চাই সনাতন আদর্শে উদ্বুদ্ধ হয়ে যথাযথভাবে সক্রিয় হওয়া কাম্য | অর্থের সাথে আপস যা আধ্যাত্মিক প্রতিষ্ঠানগুলি করছেন আজ অথবা ভিনদেশী ভাবধারায় ভোগবাদকে আশ্রয় করে বিপ্লবের পুরোনো মডেল নতুন মোড়কে পরিবেশন করা যা আবার ফ্যাশন হয়েছে---এ দুটির একটিও সফল হবে না নতুন উন্নত সমাজ গড়তে | চাই পবিত্রতা, চরিত্র, সনাতন আদর্শে আস্থা, শ্রদ্ধা---এক কথায় বিবেকানন্দপ্রদর্শিত পথে অগ্রসর হওয়া | নইলে সব আন্দোলন অচিরেই ব্যর্থ হবে ও দুর্নীতি বৃদ্ধি পাবে, এ পরিণাম সুনিশ্চিত | 


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment