Tuesday, 3 September 2024

MESSAGES GALORE ... 84

 

MESSAGES GALORE ... 84


1. 


Psychology. 


পিসি চলো যাই |


2. 


Never on time


Is a frequent rhyme


For a falling race.


By heaven's grace


With vigour work


And build the ark


Of a regenerate race.


3. Devils are not a part of civil society. They must be shown their place.


4. Down with all from head to foot who have perpetrated this dastardly crime and who are the masterminds behind!


5. শয়তানের দল রাজত্ব করছে !


6. এই অন্যায়ের প্রতিকার অচিরেই হবে |


7. প্রশাসনিক মিথ্যা প্রশাসকদের মুখ দেখলেই বোঝা যায় | মিথ্যা ঢাকা কি এত সোজা ?


8. মহামায়ার অবিদ্যাকে আশ্রয় করে যে রাজ্যচালনা, তার সাথে যাঁরাই আছেন তাঁরা মানববিরোধী গণশত্রু |


9. A revolutionary movement must have

1) philosophy 

2) circumstance 

3) leader.


10. জনবিক্ষোভ তুঙ্গে ! প্রশাসন নাজেহাল ! হয় বিচার, নয় বিচার !


11. কয়েকটি বিদ্যাশক্তি পেলেই যোগ্য বিদ্যাশক্তি নেতা মহা জনজাগরণ করতে সক্ষম হবেন | এতটুকু অবিদ্যাতে শক্তিনাশ, বিফলতা সুনিশ্চিত |


12. প্রতিবাদ বাড়ছে, বাড়বে |

#Wewantjustice


13. হয় বিচার, নয় বিচার !

#Wewantjustice


14. বঙ্গে এমন গণবিক্ষোভ জীবনে দেখিনি | অভূতপূর্ব !

#Wewantjustice


15. 


বিচার সঠিক না দাও যদি,


ছাড়তে হবে তোমায় গদি |


#Wewantjustice


16. 


কলতলার বালিশ ব্যাপক বিফল ! 


কোনটি আসল, কোনটি নকল ?


#Wewantjustice


17. 


বালিশ তুমি বিফল যদি,


বাড়বে নালিশ, টলবে গদি |


#Wewantjustice


18. চামচগুলো আর প্লেটে নেই | প্লেট ছেড়ে পালাচ্ছে | 


ওই ধর, ধর, চেপে ধর ! 


চাই #justiceforRGKar


19. Woman = Man. 24 h work opportunity a must for women. 'Shielding' them from night duty is admission of incapacity to protect them.


20. Teach children stories from the Rāmāyan and the Mahābhārat. That will inspire them with sraddhā and help evolve them into real men.


21. একই দলে এত রাক্ষস ? তাহলে তো রাবণের দলই বলতে হয় |


22. First remove evidence, then bring bill. What hypocrisy! What cunning! What dastardly intent!


23. When the people rise against a ruling dispensation, even the gods take notice of it. Better that the ruler rectifies stance.


24. Pretence and lies make for a poor ruler.


25. This movement has to continue, for the days ahead are dark for West Bengal with ominous changes in demography.


26. যে বিধায়করা এত মিথ্যে কথা বলেন, এত আইন ভাঙেন, তাঁদের কি যোগ্যতা আছে বিধানসভায় আইন প্রণয়ন করার ?


27. মানুষের চারিত্রিক দৃঢ়তা, মনঃসংযমাদি সদ্গুণাবলীগুলোকে  সবচেয়ে দ্রুত বিনষ্ট করে বাণিজ্যিক বিজ্ঞাপন |


28. মানুষের চারিত্রিক দৃঢ়তা, মনঃসংযমাদি সদ্গুণাবলীগুলোকে  সবচেয়ে দ্রুত বিনষ্ট করে বাণিজ্যিক বিজ্ঞাপন | ওগুলো অবিদ্যার আকর |


29. চটির এক নতুন প্রতিশব্দ শিখলাম |


30. মুখ্যমন্ত্রী ঠাকুরের গল্প ভুলভাল বলে তার এমন অপব্যাখ্যা করলেন আর রামকৃষ্ণ মিশন সেই অপপ্রচারের প্রতিবাদে একটি কথাও বললেন না ?


31. তিলোত্তমার মা-বাবা-কাকী-কাকার বিস্ফোরক মন্তব্য সব কাঁপিয়ে দিচ্ছে আমাদের হৃদয়মন | কী শয়তানিই না করা হয়েছে তাঁদের সাথে !


32. জনপ্রতিনিধি হলে বুঝি যা খুশী করা যায় ?--হুমকি ? আইন অমান্য ? দুর্নীতি ? মিথ্যাচার ? গলাবাজি ? আবার অবতারজীবনের অভিনব কাহিনীরচনা ?


33. আরও অনেক বড় সমস্যামেঘ বাংলার ভাগ্যাকাশে ঘনিয়ে আসছে | হিন্দুর শতাংশসংখ্যা ক্রমান্বয়ে কমছে আর মুসলমানের শতাংশসংখ্যা বাড়ছে |


34. আজ বাংলার বুকে কোটি তিলোত্তমা জেগে উঠেছে | কজনের কন্ঠরোধ করবে ? কজনের জীবনপ্রদীপ নির্বাপিত করবে ?


35. ভয় পেও না | প্রতিবাদে মুখর হও | রুখে দাঁড়াও এই নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে | বাংলার ঘরে ঘরে আজ তিলোত্তমা |


36. 'কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই |' [রবীন্দ্রনাথ] 

তিলোত্তমা মরিয়া প্রমাণ করিল সে বেঁচে আছে, জনমানসে অমর |


37. Massive interest generated in the reading of Swami Vivekananda's Complete Works. Some, though, are typically insincere.


38. A Muslim student of mine is reading the passages from Swamiji with the greatest vigour and ardour. A lesson for all Hindus.


39. 


খাল কেটে কেন কুমীর আনা ?


ওরে, বনে বাড়ছে বাঘের ছানা |


40. 


চুনোপুঁটি ছেড়ে তোরা রাঘবগোয়ালগুলো ধর |


 #justiceforRGKar,


#justiceforRGKar.


41. না পড়েই 'like' দেন? 'জয় বিবেকানন্দ' বলেন ? তাতে কর্ম বিফল | পড়ুন, বুঝুন কি বিপদ, তারপর 'like' দিন |


42. পূর্ণ পবিত্রতা, ত্যাগ ও অনাসক্তিই কর্মে তথা শান্তির প্রকৃষ্ট উপায় | দেশের, জাতির ও ধর্মের ভীষণ দুর্দিন, ঘোরতর বিপদ | এখন এইমাত্র সম্বল স্বধর্মসংরক্ষণে |


43. Poverty is the lot of those who work for the country but they have untold riches within which they sustain themselves by. 


44. যাঁরা নেপথ্যে আছেন, তাঁরাই তো যন্ত্রী |


45. Indian civilisation is essentially Hindu. Islamic and Christian civilisations here are alien imposition post conquest, wiping out local cultures. Restoration of Sanatan civilisation the urgent need.


46. Bengal needs to be flooded with Vivekananda. Only then will Bengalis, now deluded by sensual desires and enervated by them, grow in character and strength to recover their forgotten heritage and live up to it. Right now it is soft poetry, music, dance, low politics and pseudointellectuality ruling the roost with civilisation and culture taking a beating like never before. This pretentious culture, sterile and degrading, cowardly and dastardly as it is, must change if Bengal is to avert total Islamisation. For this Vivekananda must be the antidote. Pour Vivekananda into the heart of Bengal, in every child's mind and see what a wonderful change comes over her. 


47. Read Vivekananda. Read, read, read, and give up unmanliness. Fight those seditious forces that threaten the Sanatan civilisation.


48. আজ যদি হিন্দু-সংহতি সংঘটিত না হয়, তো কাল হিন্দুর পরিণতি কি হবে, ভেবে দেখবেন | তাই আশু কর্তব্য সংঘবদ্ধ হওয়া হিন্দুর শরীর, সংস্কৃতি ও ধর্মরক্ষার্থে |


49. শয়তানের রাজত্ব চলেছে সর্বত্র | কোথায় মমতা মানুষের প্রতি ?


50. #Wewantjustice

বিচার চাই, বিচার চাই ! এই মাত্রায় জনবিক্ষোভ চলেছে | কিন্তু সুবিচার পেলে তো সরকার পড়ে যাবে, আরও কত কি |


51. স্বামীজীর বই নিরন্তর পড়ুন | তাহলে ভয়শূণ্য হবেন | তখনই সাহস অবলম্বন করে দুষ্টের বিরুদ্ধে সংগ্রাম করতে পারবেন |


52. #Wewantjustice বিচার চাই, বিচার চাই ! এই মাত্রায় জনবিক্ষোভ চলেছে | কিন্তু সুবিচার পেলে তো সরকার পড়ে যাবে, জেল ভরে যাবে | শুধু কি বাংলা ? সারা ভারত জুড়ে নৈরাজ্য | তিলোত্তমা তিল তিল উত্তম দিয়ে গঠিত | এমন কত তিল প্রতিনিয়ত লাঞ্ছিতা, নির্যাতিতা এই পুণ্যভূমি ভারতবর্ষে | ভাবা যায়, সংস্কৃতি ও ধর্মের পীঠস্থান বাংলায় এই ভয়ঙ্কর নৈরাজ্য, তাও বারে বারে সরকারপুষ্ট হয়ে ? কে দেবে বিচার ? কে করবে প্রতিকার ? ভবিষ্যৎ বলবে | তবে প্রতিরোধ প্রয়োজন এবং তা অভূতপূর্বভাবে হচ্ছে | দেবীর আবাহন এবার অদ্ভূতভাবে হচ্ছে, ঠিক যেমনটি হয়েছে যুগে যুগে অধর্মের প্রাদুর্ভাবকালে | কিন্তু অধর্মনাশ হবে তো ? মানুষের চৈতন্য লোপ পেয়েছে সংস্কৃতির ঘোরতর অবনমনের যুগে | তাই প্রতিবাদের সাথে সাথে চাই চরিত্রগঠন | আসুন, বিবেকানন্দ পড়ি সবাই মিলে, মানুষ হই | তবে তো সুন্দর সমাজ গঠন হবে | নইলে তো বুদ্বুদসম এই প্রতিবাদও দীর্ঘস্থায়ী প্রতিকারে পরিবর্তিত হবে না, দুষ্টের পালন হতেই থাকবে | চাই চরিত্র | তবেই আত্মজীবন, সমাজজীবনের পুনর্গঠন সম্ভব | 🕉


53. যাদবপুরে কারা গাইছে সব বেসুরো ? ন্যায়বিচার চাইতে গিয়ে মধ্যরাতে এমন সুরের মাঝে অসুর ? যাতা একটা গাইলেই হল নাকি ? সুরে গাও |


54. এই 'হাল্লাবোল' আর 'আজাদি' ব্যাপারটা কি ? এ তো আগে একেবারে ভিন্ন পরিবেশে শুনেছি |


55. 


গিটার বাজিয়ে কারা 'গাইছ' ভাই ?


সুরের তো কোন চিহ্ন নাই |


রাগ কোরোনা কিন্তু কোন্ রাগ এটি ?


যাদবপুর, বেসুরে ভরপুর !


56. আচ্ছা, এই দিদিটি কে ? কার দিদি, ভাই ?


57. দুর্গাপূজো যেমন বিধিমত চলছিল, তেমনই চলবে | যথা পূর্ববৎ তথা পরম | পূজো বর্জন নয়, বাসনাবর্জন |


58. যুবসমাজ বিভ্রান্ত | মার্ক্সীয় ভাবধারাই তাদের আপাত অনুপ্রাণিত করছে | চাই বহুল বিবেকানন্দপ্রচার, সেইমত চরিত্রগঠন ও দৃষ্টান্তস্বরূপ জীবনযাপন যাতে অগণিত যুবকযুবতী সনাতন আদর্শে অনুপ্রাণিত হয় ও নাস্তিকতার কবলে না পড়ে | সন্ন্যাসীদের ওপর বিশেষ দায়িত্বভার | তাঁরা যেন ওই ত্যাগের চিহ্ন গেরুয়াবস্ত্র পরে সরকারের ও শিল্পপতিদের দাসত্ব না করেন সঙ্ঘ চালানোর জন্য অর্থসংগ্রহের অছিলায় | তাঁদের মধ্যে মেধার স্ফূরণ, চারিত্রতেজ, গভীর হৃদয়বত্তা ও পূর্ণত্যাগের আদর্শ পরিলক্ষিত না হলে যুবসমাজ উন্নত সনাতন আদর্শের প্রতি কেমনভাবে আকৃষ্ট হবে ? সব শেষ তো হয়নি, এখনও স্বামীজী বিদ্যমান এই ধরাধামে অশরীরীরূপে | বিবেকানন্দ পড়ুন কারণ উপায় বিবেকানন্দ, নিশ্চিত জানবেন | পড়েই দেখুন না | পড়তে থাকুন | দেশের ধর্ম, সমাজ, সংস্কৃতিকে বাঁচান | আগামী প্রজন্মকে বিদেশী জড়বাদী ভাবধারায় বিপথে যেতে দেবেন না |


59. এক মাস হল | বিক্ষোভ বাড়ছে, প্রশাসনের মদমত্ততা কমছে | এর নাম জনশক্তি |


60. 'আমরা অরাজনৈতিক', 'আমরা অরাজনৈতিক' বলে দেশটাকে জড়বাদী রাজনীতিতে ডুবতে দেখেও উদাসীন থাকা ঠিক নয় | সন্ন্যাসী সনাতন ভারতবর্ষের মাথা---শিরস্থান, শিবস্থান | তাঁর দায়িত্ব আছে বইকি দেশকে বিবেকানন্দবোধে যথাযথ উদ্বুদ্ধ করে জড়বাদ হতে রক্ষা করার | কিন্তু কই ? স্বামীজী যে missionary zealএর (প্রচারোৎসাহের) কথা বলেছিলেন, পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়তে বলেছিলেন বেদান্তের আগুন নিয়ে, তা হল কই ? প্রচার কই ? স্বামীজীর 'বাণী ও রচনা' নিত্যপাঠ, 'কথামৃত' নিত্যপাঠ কোথায় হয় ? যাঁদের হাতে এ গুরুভার ঠাকুর-স্বামীজী অর্পণ করে গেছেন, তাঁরা কোথায় করেন এহেন প্রচার ? হ্যাঁ, করতেন বটে শ্রীম (মাস্টার মহাশয়) আর করতেন স্বামী রঙ্গনাথানন্দ | কিন্তু 'কথামৃত' ও স্বামীজীর 'বাণী ও রচনা' নিত্যপাঠ রামকৃষ্ণ মিশনের সমস্ত কেন্দ্রে হয় না কেন ? নাই বা হল যথেষ্ট সংখ্যায় শ্রোতা | ঠাকুর, মা, স্বামীজী ও ঠাকুরের সাক্ষাৎ পার্ষদদল তো উপস্থিত থাকবেন যেখানে ঠাকুর-স্বামীজীর জীবনী ও বাণী নিত্যনিয়মিত পাঠ হবে | মনে নেই রাজা মহারাজের কাশীতে রামায়ণপাঠে প্রতি সন্ধ্যায় ছদ্মবেশধারী হনুমানজীকে দর্শন যিনি রোজ সবার আগে এসে আসরে বসতেন ও সবার শেষে উঠে যেতেন ? তাহলে ? এত জড়বুদ্ধির হিসেব কেন ? নিম্ন নাস্তিকতা, নিম্ন জড়বাদ, নিম্ন ধনতন্ত্র, নিম্ন ভোগবাদ, নিম্ন সংস্কৃতি, সনাতন ধর্মে অশ্রদ্ধা---সবই দ্রুতগতিতে বাড়ছে | যে ধার্মিকতা আজ বহুলপ্রদর্শিত, তা বকধার্মিকতা, ভোগের মোড়কমাত্র | এহেন অবস্থায় কিছু তো করা প্রয়োজন | এমন সোনার স্বামীজী আমাদের আছে, তবু আমাদের এই দুরবস্থা ? আসুন, বিবেকানন্দ পাঠ করি, মানুষ হই, সমাজকে উন্নত করি নিজে উন্নত হয়ে |


61. স্বামীজীর বই বিস্তর পড়েও বহু ভক্ত কি করে কাপুরুষ থাকেন, এটা আগে কিছুতেই বুঝতে পারতাম না | এখন বুঝেছি | এঁরা মোটেই ওদিক মাড়ান না | স্বামীজীকে প্রণাম করেই ক্ষান্ত | বই পড়া আর হয়ে ওঠে না | এখন দুইয়ে দুইয়ে চার মিলে গেল | বুঝতে পারছি যে কিছু মানুষ খুব তরপান কিন্তু কোন কর্মের নন | তাঁদের দিয়ে কিছু হবে না | ওই যে ঠাকুর বলতেন, "কোন পিঠেতে ক্ষীরের পুর, কোনটায় কলাইয়ের পুর, আবার কোনটায় নারকেলের পুর |" ওটা বুঝে নিয়ে পাঠ করতে বলতে হবে | নইলে বৃথা পণ্ডশ্রম | 


দেশ তখন জাগবে যখন স্বামীজী যথার্থ শ্রদ্ধা-সম্মান পাবেন, মাত্র ভীরুভক্তির কপট প্রদর্শন পাবেন না | ঢং কিছু ভক্তি নয় | ভক্তি সাহসিকতা, নিষ্ঠা, সত্যপরায়ণতা, সংযম, গভীর মননশীলতা, নিরন্তর ভাবে অবগাহন করা | তেমন ভক্ত অবশ্যই পড়বেন স্বামীজী কারণ না পড়লে তাঁর শ্বাসরোধ হচ্ছে বোধ হবে | এর থেকে বোঝা যায় যে ভক্তের সংখ্যা খুবই কম | তাই বিবেকানন্দ প্রচারের প্রয়োজনীয়তা আরও বেশী যাতে পতনোন্মুখ জাতি ঊর্ধ্বগামী নতুন দিশা পায় |


62. তৃণমূলের হাঁকা 'বিচার চাই'---এ ব্যাপারটা বেশ মজার | এক দিকে ডাক্তারদের, ব্লগারদের ধমকানো আর অপর দিকে 'ফাঁসি চাই, ফাঁসি চাই' হাঁক---দু নৌকোয় পা দিয়ে বেশ খেলছে তৃণমূল ! ট্রেনিং ভাল |


63. In peace call on God; in war fight it out.


64. Bengal has been put to shame by the ruling dispensation before the whole world. Throughout the world protest rallies point to it.


65. Where the Chief Minister does periodic buffoonery, what more can be expected from her followers? It is a state in chaos.


66. And out of this chaos will rise Vivekananda yet again. Join in the movement of reading Vivekananda and rebuilding our motherland.


67. 


হচ্ছে বটেক গুটি কতেক, চামচ যারা ধরে |



এই চামচায়, ওই চামচায়, কাটাকাটি করে |



ও লাট, লতায় পাতায় লুটোপুটি, চটির ওপর পড়ে ||


68. টাকার দাসত্ব করলে স্বামীজী-প্রচার হয় না | বৈভবে বিভ্রান্তি, আদর্শচ্যূতি, সঙ্কল্পক্ষয় | তাই 'টাকা মাটি, মাটি টাকা |'


69. A positive programme of character-building of the Bengali youth must include practising the precepts of Swamiji to a tee by propagators.


70. Sri Ramakrishna must be introduced to the youth in a revolutionary way. It is easy. Just preach exactly what he professed, without either diluting his message or deflecting it or even laying disproportionate stress on certain cherrypicked sayings of his.


71. Ramakrishna Math and Ramakrishna Mission should take up preaching 'Kathāmrita' and 'The Complete Works of Swami Vivekananda' on a war footing. Then alone this precipitated race will come alive once more.


72. যিনি সত্যাসত্যের অপূর্ব সংমিশ্রণে সিদ্ধা, তাঁর কোন্ কথাটা নেব আর কোন্ কথাটা ফেলব ? আবরণী ও বিক্ষেপশক্তিও তাঁর করতলগত | মহামায়ার অবিদ্যাশক্তির অংশাবতার !

#Wewantjustice 

#justiceforRGKar


73. দানবদের মাথায় চড়িয়েছি | এখন মাথার ঘিলু পর্যন্ত খাচ্ছে | মাথাই যদি না রইল, তো বিচার পেলাম কিনা কেমন করে বুঝব ?

#Wewantjustice


74. এই গুণ্ডারাজ কি গণতন্ত্র ? নাগরিকের সমস্বরে প্রতিবাদ কর্ণপাত হচ্ছে না ?

#Wewantjustice 

#justiceforRGKar


75. কর্মকোর্ট বলে একটি আদালত আছে ভগবানের | সেখানে বিচার অন্যরূপ---নির্ভুল, অমোঘ, অবশ্যম্ভাবী !

#Wewantjustice


76. রাজনীতিতে নীতি কই ? Politics আর রাজনীতি কি এক?


77. গান গাইতে হবে বলিষ্ঠ কন্ঠে, অতিনমনীয়ভাবে নয় | সব কিছুর মধ্যে পৌরুষ বিচ্ছুরিত হওয়া চাই | এই তো বেদান্তবোধ, এই শক্তিসাধনা |


78. 

স্বামীজীর ছেলে, বাঘা যতীন (যতীন্দ্রনাথ মুখপাধ্যায়) | প্রয়াণদিবসে প্রণাম | এঁরা ছিলেন পুরুষ সিংহ | রাস্তায় গিটার হাতে বেসুরো গণসংগীতের প্রহসন করতেন না, 'আজাদি, আজাদি, হাল্লা বোল' বলে দেশদ্রোহিতার রোল তুলতেন না | এঁরা বলতেন, "আমরা মরব, দেশ জাগবে |" এঁরা স্বামীজীর ব্যক্তিত্ব ও আদর্শে অনুপ্রাণিত ব্রহ্মচর্যবান পুরুষ ছিলেন, দেশকে মাতৃজ্ঞানে ভালবাসতেন, মেয়েলীভাবে বেদান্ত প্রচার করতেন না, নরপুঙ্গবের ন্যায় মহাবিক্রমে রণক্ষেত্রে বৃটিশের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রাম করেছেন, প্রাণ দিয়েছেন আর দুর্ভাগ্যবশতঃ রেখে গেছেন নপুংসক 
ভবিষ্যৎ বাঙালী প্রজন্মকে যাঁরা তাঁদের ত্যাগের উচ্চ আদর্শ ভুলে ইন্দ্রিয়পরবশ নৃত্যগীতকবিতাকে বেছে নিয়েছেন জীবনের সামগ্রীরূপে | স্বামীজীর ভাবাদর্শের সর্বশ্রেষ্ঠ ধারকবাহক ছিলেন এঁরা যাঁরা যুদ্ধক্ষেত্রে প্রাণ দিয়ে তাঁর ভাব বহন করবার মত মানুষ আর রেখে যেতে পারলেন না, সবাই বীরগতি প্রাপ্ত হলেন | পড়ে রইল কাপুরুষের দল | তাই আজ সমাজের এই অবস্থা---নেতানেত্রী দুর্বৃত্ত, কপট, মিথ্যাচারী, লোভী, ক্রূর | এঁদের এই সব প্রাতঃস্মরণীয় মহাপুরুষদের নাম পর্যন্ত করার অধিকার নেই, মূর্তিতে মাল্যদান তো দূরের কথা !


79. কত মিথ্যে বলতে হয় মাত্র পদে টিকে থাকার জন্য ! কত তথ্য চাপা ! কত দিনকে রাত আর রাতকে দিন !


80. আমি রামকৃষ্ণলোকে যেতে চাই না | আমি বারে বারে নরলোকে ফিরে আসতে চাই | 


আবার আসিব ফিরে আমি | 

এই ধরাধামে, এই পৃথ্বীতলে

আবার আসিব ফিরে আমি |


কি হবে মুক্তি পেয়ে যেখানে অগণিত 'আমি' শৃঙ্খলিত রবে মর্তের এই অজ্ঞান অন্ধকারে ? মুক্তি চাই না এক দেহমনরূপ এই মায়াপুত্তলিকার | ভারতের সকল বিস্মৃত দেবদেবীর পুনর্জাগরণ চাই যাতে ভারত তথা পৃথিবী রক্ষা পায় | কালেনাত্মনি বিন্দতি | যথাকালে যথাফল | আগামী কয়েক শত বছরে হয় ভারতের উত্থান, নয় শীঘ্রই ভারতপতন | এমত অবস্থায় মুক্তির অভিলাশ ? কদাপি নয়, কদাপি নয় |


81. The best souls were lost in the fight for freedom over the last 1300 years against Mohammedan and Euro-Christian rule. The residuum could not sustain the classical culture. Hence, the present decadence and the prospective ruination of whatever remains of the Sanatan civilisation. Unless there is a nobler breed of souls that take birth in the coming generations and there is a persistent effort by the present generations in reclaiming the best elements of the classical culture along with absorbing fast the scientific lessons of the West, there is this great danger of annihilation of the Hindu civilisation and its replacement by Islamic civilisation in all its totalitarian brutality. Lest such an evil day dawns, Hindus, awake to the demographic and civilisational danger that faces you and assert your united cultural identity. 🕉


82. শেষে দেখা যায় যে বড় কোনো কাজের সূচনাকালে একাই চলতে হয় | পরেও তাই কারণ যাঁরা ভীড় করেন তাঁরা সংখ্যা বাড়ালেও আদর্শ বুঝতে চান না, সেইমত কাজ করা তো দূরের কথা |


83. 


গোড়ায় চূড়ায় ঘূণ ধরেছে,


পেট ফেঁপেছে মালে |


সময় থাকতে পালাও


যদি পড়তে না চাও জালে ||


84. আগে চলচ্চিত্র জগতে মায়াশক্তির ব্যবহার দেখেছি | কিন্তু এই প্রথম অবিদ্যার পূর্ণপ্রকাশ দেখছি বাংলার রাজনৈতিক রঙ্গমঞ্চে | কী নিপুণা !


85. Patriotism must not be connected to the pocket.


86. যিনি নিরালম্ব, তিনি আধ্যাত্মিক |


87. Too many twisted characters turning Bengal toxic.


88. শ্রীরামকৃষ্ণ বলেছেন, "সত্যকথাই কলির তপস্যা |" পশ্চিম বঙ্গে রাজ্যশাসন কি ঠাকুরের এই বাণী পালন করে হচ্ছে ?


89. মুখ দেখলেই বোঝা যায় কে দুষ্ট; কথা শুনলেই বোঝা যায় কে মিথ্যেবাদী | অবশ্য সবই তদন্তসাপেক্ষ | 🤣🤣🤣


90. Politicians must not transgress civic limits. Remember, democracy has popular sovereignty as its basis. The people are omnipotent.


91. Does the Chief Minister live in dreamland? Her puerile observations, deliberate or habitual, whatever they may be, betray her delusion.


92. এরা মেধাবী ছেলেমেয়ে | মূর্খ রাজনৈতিক নেতানেত্রী এদের সামনে টিকবে না |


93. পশ্চিমবঙ্গে দুর্নীতি এমন জায়গায় নেমেছে যে সাধারণ মানুষ আর সহ্য করতে পারছে না |


94. স্বামীজী ভবিষ্যদ্বাণী করেছিলেন, "এইখানে---এইখানে (বেলুর মঠের দিকে লক্ষ্য করে) আমি আমার সমস্ত আধ্যাত্মিক মনিরত্ন রেখে গেলাম | তোরা তা যত্ন করে রক্ষা করিস | তোরা শুধু ওগুলো দেখাশোনা করিস | যারা ওগুলো নিয়ে কাজ করবে, তারা আসছে---বহুদূর থেকে আসছে | তারা ৫-৬ প্রজন্ম পর আসবে | তারা এইসব অধ্যাত্ম সম্পদ ভোগ করবে | তোরা শুধু রক্ষা করিস ওগুলো | আমি শুধু আগমণি গেয়ে গেলাম | তোরা আমার বাণী রক্ষা করিস |"


আর.জি.কর.কে কেন্দ্র করে যে তরুণতরুণী চিকিৎসকেরা আন্দোলন করছেন, তাঁরা স্বামীজীর ভবিষ্যদ্বাণীর চতুর্থ প্রজন্ম, যদি ২৫ বছর করে এক এক প্রজন্মের মেয়াদ ধরা যায় | এতেই এই গণ আন্দোলন যা বিশ্ববাসীকে জাগিয়ে দিয়েছে, সরকার থরহরিকম্প | পঞ্চম ও ষষ্ঠ প্রজন্মের আবির্ভাবে এইসব দুষ্ট দলনেতানেত্রীর না জানি কী হালই হবে !


#Wewantjustice 

#justiceforRGKar


95. Unbelievable solidarity of doctors. They seem to be the precursors of a new people's revolution against political tyranny.


96. সমাজে ঘূণ ধরেছে | এখনও বিবেকানন্দ পড়ান | নইলে পতন সুনিশ্চিত | মায়েরা, বাবারা, শুনছেন ? নিজেরা পড়ুন, সন্তানকে পড়ান |


97. তারুণ্যের শক্তির সাথে বৃদ্ধা পারবেন কি করে? তাঁর দিন গেছে | এখন নব প্রজন্ম আর অনাচার, অত্যাচার মেনে নেবে না |শক্তিপ্রয়োগ নিরর্থক |


98. এত অত্যাচার, এত অনাচার সারা বাংলা জুড়ে ! পাপের ঘড়া পূর্ণ হয়েছে | এবার পরিবর্তনের পালা | নচেৎ বাংলা শেষ |


99. অনেক সাহসী, অনেক চরিত্রবান, শক্তিমান হতে হবে | নইলে দুষ্ট রাজনৈতিক নেতানেত্রীদের মোকাবিলা করা যাবে না |


100. সরকার দায়িত্ব পালন করবে না জনসাধারণের প্রতি, দুর্নীতিতে রাজ্য ভরিয়ে দেবে, আর দায়িত্ব পালনের ভার শুধু তরুণ চিকিৎসকদের | চমৎকার !

No comments:

Post a Comment