MESSAGES GALORE ... 86
MESSAGES GALORE ... 86
1. Utter anarchy in West Bengal.
2. Frothy interactions on the surface. Deeper rumblings are in subterranean realms. There evolution breeds its offspring. There revolution broods on future course.
3. The heart opens up for one that works for others. And what a benediction is showered on one that does so out of love for the served ones, beholding all such as one's own!
4. Sycophancy has eaten into the vitals of our nation. A self-reliant Bharat also means a Bharat composed of citizens who are self-reliant, possessed of self-dignity and not unduly of a slavish mentality that urges them unto slavish cringing before leaders. After all a nation of upright individuals is truly self-reliant.
5. We as individuals must develop character, rather manifest it from our inner resources. Then alone we as a nation will be strong enough to make our presence felt in the world. What is the use of looking to the US for everything when we have it in us to provide ourselves with it?
6. Why do the PM's associates needlessly keep harping on his personality instead of only talking about the pros and cons of policies set in motion by him? Why build this personality cult that is so antithetical to the functioning of a true democracy? Remember what Swami Vivekananda had said. He had urged his followers to stress on principle and not personality. Regarding his Master Sri Ramakrishna he had said that it would be proper to spread his message and not his personality which would automatically spread if his message duly reached the masses.
7. Unless the whole of India takes to the reading of Swami Vivekananda, India will not rise.
8. ভগবান আছেন বইকি | অনুভূতির বিষয় |
9. সমাজের শিরদাঁড়া সোজা হবে কি করে ? দিবারাত্র তো বিজ্ঞাপনের বাহার, চরিত্রের বাণিজ্যবিক্রয়, লোভের নির্লজ্জ উদ্রেক |
10.
হে মা, বিশ্বজননী,
ব্রহ্মাণ্ডজননী, মাতঃ !
উৎপীড়িতের ক্রন্দনধ্বনি
শোনো মা, কর্ণ পাতো |
ধরিত্রীর বুকে যারা
নব উন্মিলীত, জাত,
তাদের ধৌত কর,
নব কিরণে কর স্নাত |
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
11. বুদ্ধি আছে, বোধ নেই | তাই এই দুর্দশা | বিবেকানন্দপাঠ আবশ্যক, অপরিহার্য | নইলে সমাজজীবনে দুর্ণীতি বাড়তেই থাকবে | ব্যষ্টির চরিত্র গঠিত না হলে সমষ্টির চরিত্র গঠিত হবে কেমন করে ? অগ্নিযুগে স্বামীজীকে কেন্দ্র করেই বৃটিশবিরোধী ভীষণ আন্দোলন গড়ে উঠেছিল এই বাংলায় |
12. শুধু প্রতিক্রিয়ায় হবে না | সাথে সাথে প্রগতি চাই | তার জন্য চাই অধ্যাত্মচৈতন্য | সেইহেতুই তো আহ্বান করছি সকলকে, "আসুন, সকলে মিলে স্বামীজীর 'বাণী ও রচনা' নিত্যনিয়মিত পাঠ করি; চরিত্রগঠন, জীবনগঠন করি | তবে তো সমাজজীবনে যথাযথ পরিবর্তন আসবে |"
13. ভাল লোকদের শুধু ভাল হলে চলবে না | তাদের আধ্যাত্মিকভাবে শক্তিমান হতে হবে | ব্যক্তিত্বের যথার্থ স্ফুরণের দ্বারাই দুর্বৃত্তের মোকাবিলা সম্ভব |
14. The political parties are so corrupt that it is difficult to have faith in any of them. Hence, justice becomes a difficult proposition.
15. We are little inlets to the Divine and little outlets too. And yet we are the Divine Itself. 🕉
16. Love is the L.C.M. of life and knowledge its H.C.F.
17. This life? 'tis a daily decree of death.
18. কাপড় কাচা হচ্ছে, কাপড়ের খবর নাই |
19. সাহস ও শৌর্যের পরিণতি সংহতি হোক |
20. There is a difference between the letter of the law and the spirit of the law. And the spirit is the law itself.
21. সনাতন ধর্মের পুনর্জাগরণ হবে যদি সর্বসাধারণ স্বামীজীর বই পড়েন |
22. মানুষ জানেন না মানুষ অন্তর্গঙ্গা |
23. হরির লুটের ন্যায় ঠাকুর এবার মনিমুক্তো ছড়িয়ে গেলেন | শুধু কুড়লেই হল |
24. It is best to work from one's core consciousness, radiating from the centre. Running helter-skelter hardly helps much.
25. Do not imitate the West, western modes and mores, western ideas and ideals, western manners and mannerisms. Be Indian in every sense. To be rooted to one's soil is stability and life; to be transplanted unduly is fragility and death.
26.
এই মানুষটাকে নিরর্থক স্তুতিবাক্যে ভূষিত না করে তাঁর 'বাণী ও রচনা' পাঠ করুন ও সেইমত জীবনগঠন করুন | চরিত্রের তেজ আবশ্যক, অলস ভক্তিপ্রদর্শন নয় |
27. Swamiji said, "Let the lion of Vedanta roar," not, "Let the lamb of Vedanta bleat."
28. মাথা ছেড়ে সবাই বাদবাকি অঙ্গপ্রত্যঙ্গকেই লক্ষ্য করে বাণ ছোঁড়েন | সমস্যা সেখানেই | দুর্নীতির মূল উৎখাত না করে সভয়ে নিরবতা পালন অথবা পরোক্ষভাবে বিষমূলে সার, জল ইত্যাদি প্রদান করায় শিক্ষার কোন মাহাত্ম্য প্রকাশ পায় ? এ কি গণতন্ত্র যে শুধু দুর্বলের ওপর শক্তিপ্রয়োগ ও প্রবলের ভয়ে তাঁদের অনায়াস ছাড়পত্রদান ? কারোর সাহস নেই দুর্নীতির চূড়ায় ও গোড়ায় যথাযথ প্রহার করেন ? যাঁরা তিলোত্তমার নৃশংস নিধনের জন্য মূলে দায়ী পরোক্ষভাবে, তাঁদের দিকে অঙ্গুলিমাত্র কেউ তুলছেন না ? তাহলে কি এরই নাম গণতন্ত্র, এই জনশক্তির পরিচায়ক ?
29. Trust not the corrupt politicians. They are all in conjoint conspiracy against the commoner's concerns.
30. Free speech must not be curtailed. If people are not permitted to express their criticisms of the government, democracy will die.
31. One Tilottama died so that a hundred million Tilottamas may live. But can such an end ever be validated even in poetic terms? No.
32. 'Where women are worshipped, there the gods rejoice.' (Manu)
And where women are done upon, there demons dwell.
33. Tilottama sank when she struck the deathly ice. But the iceberg stretches deep and wide, its tip visible, base in a fathomless pit.
34. Not all are averse to reading Vivekananda, although many are. Yet, the movement carries on even as bigwigs and tall-talkers disappoint.
35. দীর্ঘদিনের শ্রদ্ধাবিহীনতা, নাস্তিকতা, নিম্ন জড়বাদের অন্ধ অনুগামী হওয়ার ফলে বাঙালীর আজ এই পতিত পরিণতি | উদ্ধারের উপায় বিবেকানন্দ |
36. রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রতিটি শাখাকেন্দ্রকে আন্তরিক আহ্বান করি, " 'স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা'--এঁর বহুল প্রচার করুন |" বর্তমানে বিশ্বব্যাপী দুর্নীতি, মূল্যবোধের অন্তিম অবক্ষয় ও মানুষের মেরুদণ্ডহীনতার পরিবেশে স্বামীজীর বাণী সভ্যতারক্ষা ও তার উন্নতির মহৌষধি | সমাজের বুকে যে লক্ষ ছিদ্র আজ সর্বত্র পরিলক্ষিত, সেই প্রবেশপথেই স্বামীজীর শিক্ষা সহজে অনুপ্রবিষ্ট হবে ও মানুষের চরিত্র গঠন করবে | তাই উপযুক্ত প্রচারকের দ্বারা দেশদেশান্তরে স্বামীজীর বাণী প্রচার আজ এতই আবশ্যক, অপরিহার্য |
37. An earnest request, nay, an exhortation to all branch centres of Ramakrishna Math and Ramakrishna Mission to massively propagate 'The Complete Works of Swami Vivekananda'. In these days of eroding values it is an urgent necessity. The cracks and crevices, faultlines and fissures obtaining in the country and in the world today make conditions ideally pervious for the mass penetration of Swamiji's message.
38. রাক্ষসকে যদি মিঠেবাক্যে সৎপথে আনা যেত তো শ্রীরামচন্দ্রকে অরিদমনে যু্দ্ধ করতে হত না | এখানেও তাই | ভাল কথায় কাজ হয় কই ?
39. সমাজকে 'জন অরণ্য' আখ্যা দিয়েছিলেন লেখক শংকর | সেই জন অরণ্যের নরপশুদের বিরুদ্ধে সংগ্রামের নাম 'ধর্ম' |
40. সামান্য স্বার্থসিদ্ধির জন্য মানুষ দেশকে পর্যন্ত বিক্রি করে দিতে পারেন | এই না হলে 'সভ্যতার সঙ্কট' ?
41. আন্দোলন ত্যাগের ওপর প্রতিষ্ঠিত | তৎপরবর্তি সমাজব্যবস্থা লোভের ওপর প্রতিষ্ঠিত হতে পারে না, বৃত্তিরূপে ধনতন্ত্রের যা মূলধন |
42. বাংলাদেশের হিন্দুরা বুঝেছেন ইসলামের প্রকৃত স্বরূপ | এ দেশের হিন্দুরা কবে বুঝবে ? কুরান, হদীস, সিরা পড়ুন |
43. India will not remain a secular state once Hindus become a minority. Alarming situation looming large as demography silently shifts.
44. Patriots, read and realise the implications of Ghazwa-e-Hind for India. The defence of the motherland demands that you do so.
45. The Sanatan Dharma is the sum and substance of Indian civilisation. Sanskrit must be taught universally in schools across India.
46. The eyewash that ruling dispensations give to the masses they rule is increasingly being exposed in these days of mass media. Henceforth public resistance will rise against such mischief and bring politicians to book. Eastern Europe in 1989 saw such a popular uprising that brought down authoritarian Communist regimes across nations at a climactic point in history beginning with the breaking of the Berlin Wall. Elsewhere politics continues to play dastardly games at the expense of the commoner's blood, sweat and toil. As capitalism shows its poisonous fangs more and more blatantly and human suffering increases, popular revolts will take place worldwide despite governmental oppression using sophisticated state of the art technology. But brutality cannot stifle human conscience nor annihilate human consciousness. The path of evolution is tortuous and it may take as yet a deal of time before this political-industrial nexus is fully exposed and people comprehend the cause of their suffering which in turn will prompt corrective action to improve the state of things. It is a tall order, especially with crafty politicians and their intellectual cronies devising ever-renewed means of public deception and the state using force, overt and covert, to suppress popular uprising. But the power of the people none can resist and must eventually make its way. Unto that day of fulfilled dreams we work in our mission to raise public awareness about the dastardly forces they have placed themselves under that operate in the name of different sorts of controls exercised over them. Freedom has remained a cherished dream for ages of bondage almost mutely suffered by the masses. Read, reflect, realise what is at stake and what may be achieved if you rightly exercise your options that alone can free you from the tyranny of perfidious politicians who you in gullibility idolise but who fool you day in and day out. 🕉
47. Hyper-curiosity about others is bad. Curiosity be better restricted to impersonal subjects for civilisational good.
48. Swamiji had desired that every Indian be taught Sanskrit.
49. We are Hindus and we ought to be rooted in our Sanatan culture whose vast repository is in Sanskrit literature. So, study Sanskrit.
50. Brāhmans should 'defend the treasury of the Sanatan Dharma' instead of casting aspersions on those who do so. Brāhman, awake!
51. The brāhmans of this holy motherland of ours must take to defending the Sanatan Dharma instead of trying to pull down its edifice.
52. The balance of the varnas is essential for the harmonious functioning of our nation. Rooting out privilege must not mean that you uproot civilisation itself.
53. I find so many plain apathetic to our cause of spreading the word of Swamiji and one outright antagonistic to it when he sees it as coming from me. What we need is greater sympathy for the cause, cooperation and concern at a time when propagation of Swamiji's message remains our one lifeline in a polity that has simply lost its spiritual moorings despite the tallest of pretensions. Come ye and join in our movement to spreading the word around. Also participate in our 'Vivekananda Reading Movement' that is geared at galvanising a critical mass of readers in the act of absorbing, assimilating and activating the Swami's message in real life.
54. Hindus must no longer remain under the delusion of religious harmony draped over them by pious preachers. The persecution of Hindus yet again in Bangladesh should stir them unto the wakeful state. Enough of sleep, enough of daydreaming, enough of loving the enemy in a one-sided manner. Now it is time to wake up and unite in self-defence.
55. Religious harmony can never be achieved but human harmony may be if people rise above doctrine to emphasise humanity which as of now is a far cry, for the world is torn by sectarian tension drowning that very humanity.
56.
The great Ram Swarup (left) and Sita Ram Goel (right), the duo of divine deliverance whose lives' work created the theoretical and investigative base for the future flourishing of the Sanatan civilisation, its survival and defence, its reclamation of the eternal heritage of Bharatvarsha.
57. গোমাংস খেয়ে কুসংস্কারমুক্ত হয়নি হিন্দু, ধর্মভ্রষ্ট হয়েছে | কুসংস্কারমুক্তির প্রকৃত ও প্রকৃষ্ট উপায় পবিত্রতা, ব্রহ্মচর্য, ঈশ্বরপ্রেম, ত্যাগ, বৈরাগ্য, সৎ-অসৎ বিচার, তপস্যা, তিতিক্ষা, সত্যপরায়ণতা, মনঃসংযম, নিষ্কাম কর্মসম্পাদনাদি সদ্গুণসাধন ও বিকাশ যার দ্বারা অন্তঃশক্তি জাগ্রত হয় ও কুলকুণ্ডলিনী জাগরণহেতু দিব্যজ্ঞান ও দিব্যপ্রেমের যুগপৎ স্ফুরণ হয় | জন্মজন্মার্জিত সংস্কাররাশি নিছক গোমাংস ভক্ষণে সহসা বিলুপ্ত হয় না | চিত্তের ওপর অগণিত জন্মের যে ছাপ পড়ে, তা বহু আয়াসসাধ্য দূর করা এবং একমাত্র সিদ্ধগুরু প্রদর্শিত যথাযথ যোগমার্গেই তা সম্ভব হয় | 🕉
58. মার্ক্সবাদ একটি জড়বাদী ধনতন্ত্রবিরোধী গভীর দর্শন | তা পড়ুন, বুঝুন, তার যৌক্তিকতা, যৌক্তিক সীমাবদ্ধতা বিচার করুন, তারপর রায় দিন তার সম্বন্ধে |
59. রাজা মহারাজের চিন্তা করলে, তাঁর সম্বন্ধে আলোচনা করলে মনে গঙ্গা বয়ে যায় |
60. পবিত্রতাই সাধুতা |
61. চরিত্রবান আগ্নেয় মানুষ আজ বিরল | সবই ধনতন্ত্রের দাস | শোষণে মানুষের সর্বনাশ হোক, তাতে কি ? নিজের স্বার্থটি রক্ষা করা চাই |
62. Someone recently responded to a Bengali post of mine and asked me to write in English so as to reach a wider national and international audience. Some others have asked me earlier to write in Bengali for their ease of understanding. I have in accordance written in both English and Bengali. What is your view in this regard? In which language would you like me to write more?
63. Religion is not converting people of other faiths to your own and attempting to go to heaven of infinite sensual delight after death but realising that you are Divinity Itself here on this very earth while living.
64. Mahaprabhu made chanting easy by initiating all to the 'Hare Krishna' Mahamantra. Chant and be blissful.
65. It is better to die game on the battlefield than to live the life of a coward. Out of such sacrifice will be born a hundred heroes.
66. This world of man is such a curious mix of attributes in play such that the least bit of improvement in one sphere causes a decline in some other sphere. This is in accordance with the Law of Conservation of Energy which rules all finite universes.
67. আগে সামন্ততন্ত্রে ছিল বলপ্রয়োগে অর্থাগম আর এখন ধনতন্ত্রে ছলপ্রয়োগে অর্থোপার্জন |
68. I write with effort. Please make an effort to write a comment rather than post an emoji in its place. It is puerile to emojify post.
69. শ্রুতির পর স্মৃতি, তারপরই বিস্মৃতি | সভ্যতার এই গতিপথ | তবে কালক্রম চক্রাকারে, তাই রক্ষা | নববেদ এসেছে--'কথামৃত'; নববেদান্ত--স্বামীজীর 'বাণী ও রচনা' |
70. দুয়ারে দুর্নীতি |
71. দুয়ারে দুষ্কৃতি |
72. দুয়ারে দুশমন |
73. আরে মশাই, স্বামীজীর মেজো ভাই মহেন্দ্রনাথ দত্তও বেশ পুরুষ মানুষ ছিলেন | তাঁর চিন্তা করলেও, রচনা পড়লেও পৌরুষ পাবেন | করে দেখুন না একবার |
74. জড়বাদের বর্ধনে সমাজে দানবীয় ভাব বৃদ্ধি পাচ্ছে ক্রমাগত স্বাধীনতার নামে | সংযম বলে আর কিছু বাকি থাকছে না |
75. কেউ কেউ রচনা সম্বন্ধে অবাধে প্রশ্ন করেন কিন্তু কষ্ট করে ব্যাখ্যামূলক দীর্ঘ উত্তর দিলে পড়েও দেখেন না | এটা দুর্ভাগ্যজনক !
76. The audiovisual advertising culture is the worst character-weakener. Celebrities earning thus are doing disservice to the nation.
77. ধর্মনিরপেক্ষ বাংলাদেশ ! এরা অন্ধকারকে আলো ভাবছে, জানে না কোন দুর্দিনকে আবাহন করছে দেবীর পূজার বিরোধিতা করে | সময়ে মেওয়া ফলবে | সে মেওয়া বড় সহজ মেওয়া হবে না |
78. ধনতন্ত্রের বিষবৎ ফল আজ ভারতবর্ষ জুড়ে লক্ষ্য করছি | এ তো রামকৃষ্ণ-বিবেকানন্দ প্রদর্শিত পথ নয় | এ তার সম্পূর্ণ বিপরীত |
79. অর্থনৈতিক বৈষম্য এমন জায়গায় যাচ্ছে যে তাকে আর নৈতিক বলা যাচ্ছে না |
80. ধনতন্ত্রের দংশনে আজ সমাজ জর্জরিত |
81. দুর্নীতির মূলে লোভ---ক্ষমতার ও অর্থের | তৃতীয় রিপুর শাসনে বিশ্ব পরিচালিত | 'মা গৃধ' আজ বিস্মরণের অতল গহ্বরে |
82. কাব্য সৌন্দর্যের প্রকাশ, সে বীরগাথা হলেও তাই |
83. মানুষের শরীরে, মুখে, চোখে প্রকাশ হয়ে পড়ে তার মনের ভাবগতিক | শরীরের লক্ষণ আছে যা দিয়ে বোঝা যায় মনোবৃত্তি |
84. নেতানেত্রীদের চেহারা দেখলেই তো বোঝা যায় কে কত বড় মহাপুরুষ, মহানারী |
85. যিনি পদ'কে ব্যবহার করে বিপদ ডেকে আনেন, তাঁর মান্যতা জনমানসে কতটা থাকা কাম্য ?
86. বাক-স্বাধীনতা গেল তো গণতন্ত্র গেল | রইল কি ? রইল পদলেহন, রইল দাসত্ব | এই কি বহুরক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামের সুপক্ক ফল ?
87. কাজের চেয়ে কথা বেশি | এর নাম রাজনীতি |
88. অবিদ্যামায়া দুটো শক্তির দ্বারা কাজ করেন---আবরণী শক্তি ও বিক্ষেপ শক্তি | যে সব রাজনৈতিক নেতানেত্রীরা আবরণী ও বিক্ষেপশক্তি ব্যবহার করেন ক্ষমতারক্ষার জন্য, তাঁরা অবিদ্যাশক্তির আধার, অতএব বর্জনীয় |
89. The hypocrisy of the ruling dispensation regarding the R.G.Kar episode and the corruption nexus that exists defies description.
90. দেশের ঘোর দুর্দিন | রাজনীতির জগত ভয়ঙ্কর সব দুর্বৃত্তে ভরা যাঁরা অগঠিতচরিত্র, ক্রূর, অর্থলিপ্সু, ক্ষমতালিপ্সু, দুর্নীতিপরায়ণ ও স্বার্থান্বেষী | দেশের ভবিষ্যৎ সঙ্কটে | এখনও সময় আছে দেশোদ্ধারের | উপায় বিবেকানন্দ |
বিবেকানন্দ পাঠ করুন | বিবেকানন্দবোধে জাগ্রত হ'ন | দেশকে ভালবাসুন | দেশবাসীর সেবা করুন | রাজনৈতিক নেতানেত্রীর পদলেহন বন্ধ করুন | আত্মসম্মানে জেগে উঠুন | সংযমের দ্বারা শক্তিমান হ'ন | অর্জিত শক্তি দ্বারা নিজবন্ধন, পরবন্ধন ক্ষয় করুন | দেশকে সমৃদ্ধ করুন সর্বভাবে | সকলের সম্মিলিত প্রচেষ্টায়, সাধনায় অবশ্যই এই দুর্দিন কাটবে | বর্তমান কোনো রাজনেতানেত্রীর মিথ্যা আশ্বাসে ভুলবেন না | স্বীয়শক্তিতে স্বদেশসেবা করুন, মাতৃভূমির সম্মান রক্ষা করুন |
91. কাজ তো ভাল জিনিস | কাজে জড়িয়ে না পড়লেই ভাল, জড়িয়ে গেলেই মন্দ |
92. নির্বিষয় মনই আত্মা | একেই ঠাকুর এক অর্থে শুদ্ধ মন বলেছেন ব্রহ্ম যার গোচর, অর্থাৎ, আত্মগোচর |
93. Let the power grow till the gentlest push becomes a tidal thrust, not in destructive vengeance but in creative sublimity.
94. শোনা ভাল | বিজ্ঞেরা শোনেন, মূর্খেরা বলেন |
95. ব্রহ্ম কিছু সমষ্টি নন, ব্রহ্ম স্বতন্ত্র |
96. শীর্ষ নেতানেত্রীরা আত্মবিজ্ঞাপন করেন কেন এত ? এ তো বড়ই দৃষ্টিকটু, শ্রুতিকটু, জনবিরোধী |
97. দুষ্টের ব্যবহারে, বাক্যে, চাহনিতেই তো স্পষ্ট প্রকাশিত হয় তার দুরভিসন্ধি, মিথ্যাচার, কপটতা ও কলুষ |
98. বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়ার মাহেন্দ্রক্ষণে ওই অপার্থিব চণ্ডীপাঠ শুনলেই সনাতন ধর্মের শ্রেষ্ঠত্ব সহজেই প্রতীত হয় |
99. গলার কেরামতি রাগসংগীত নয় | সৃজনশীলতা চাই, চাই রাগিণীবোধ, সুরের গভীরতর অনুভব, ভাবগাম্ভীর্য, নিরন্তর স্রোতস্বিনীর ন্যায় সুরপ্রবাহ |
100. গলার কেরামতি রাগসংগীত নয় | সৃজনশীলতা চাই, চাই রাগিণীবোধ, সুরের গভীরতর অনুভব, ভাবগাম্ভীর্য, নিরন্তর স্রোতস্বিনীর ন্যায় স্বতঃস্ফূর্ত সুরপ্রবাহ |
No comments:
Post a Comment