MESSAGES GALORE ... 85
MESSAGES GALORE ... 85
1. Corrupt politicians need not sermonise us what to do. They have better work at hand---rectification of their own character.
2. যখন তখন হুমকি, শাসানো, মায়া অবলম্বন করে কন্ঠস্বর পরিবর্তন, আবরণী ও বিক্ষেপশক্তির পূর্ণপ্রয়োগ, অনবরত মিথ্যাকথন, মিথ্যাচার, নিম্নমার্গের কৌতুকপ্রদর্শন, অশ্রাব্য ভাষাপ্রয়োগ, নাট্যাভিনয়---এই কি নারী জাতির আদর্শ ব্যবহার যা জনসাধারণ অনুসরণ করতে পারে ? এহেন নারীর কথাই কি সীতা, সাবিত্রী, দময়ন্তীচরিত্রে স্বামীজী তাঁর 'স্বদেশ মন্ত্রে' উল্লেখ করেছিলেন ?
3. আমি এত লিখি | তাতে যা সামান্য সাড়া পাই, তা থেকে দেশের নিকট ভবিষ্যৎ সম্বন্ধে বিশেষ আশা পাই না |
4. এমন সরকারের দরকার কি যারা জনপ্রতিনিধি হয়েও জনবিরোধী ? ক্ষমতাই কি সব ? মানুষের প্রতি মমতা কই ?
5. নামের মাহাত্ম্য আছে, স্বামীজী বলেছেন | কিন্তু মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে ব্যতিক্রম | প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও তাই |
6. এক ছিলেন সুভাষচন্দ্র কলকাতার মেয়র | আর আজ ? ফিরহাদ হাকিম | এক ছিলেন বিধানচন্দ্র বাংলার মুখ্যমন্ত্রী | আর আজ ? মমতা বন্দ্যোপাধ্যায় | বাংলার অধঃপতন !
7. মমতাবিহীন ক্ষমতা বড়ই ভয়ঙ্কর | মেধাবীরা অনড়, অটল, সুমেরুবৎ | সামান্য টুকে পাসেরা তাদের করবে কি ? সবই তো হরে-প্যালা-পঞ্চার দল |
8. Grey matter has long gone. Now it is blue matter all the way. Bravo, ruling dispensation!
9. দশ লক্ষ টাকা তো দিতেই পারি | Resignationও তো দিতেই পারি |
10.
এত কেন যাবার তাড়া ভাই ?
তোমার মেয়াদ যে আজও পূর্ণ হয় নাই |
11. তিলোত্তমার পরিবার আজ সারা বাংলা | গোটা বিশ্ব জুড়ে তার বন্ধু | পালাবে কোথায় চাঁদু ? চাঁদেও জায়গা হবে না | সবখানেতে প্রতিবাদ |
12. শিগ্গিরি কিন্তু 'যোগদানশ্রী' শুরু করে দিতে পারি | তখন বুঝবে সব |
13.
তিনেমল,
এক্কেবারে বিকল |
ও সে দণ্ডমেরু, বিরেনবাবা,
নয়ন যুগল |
টিবিয়া ভেঙ্গে হয়েছে
গতিহীন, অচল |
তিনেমল,
এক্কেবারে বিকল |
14. মিথ্যে কথাও শেষে প্রতিবাদে সরব | বলছে, "আর পারি না | আমায় খাটিয়ে খাটিয়ে মারছে !"
15.
পাল্লা ভারী একদিকে |
বাপু, যতই লুকোও, ঠেকাও, বেঁকাও,
তোমার যুক্তি খুব ফিকে |
পাল্লা ভারী একদিকে ||
16. ক্ষমতায় টিকে থাকতে গেলে মিথ্যার কী পাহাড়ই না খাড়া করতে হয় ! সব mountaineer, fountain of lies !
17.
ধূর্তামির দ্বারা, মায়ামোহের জাল বিছিয়ে মানুষকে বোকা বানিয়ে রাজত্ব করে যারা, একদিন জাগ্রত জনতার কাছেই নতি স্বীকার করতে বাধ্য হয় তারা | এই ইতিহাসের অমোঘ নিয়ম | সাধ্য কার এর অন্যথা করে ?
১৯৮৯ সালে পূর্ব ইয়োরোপে এই গণবিপ্লবের মুখে পড়ে চুরমার হয়ে গিয়েছিল স্বৈরাচারী কমিউনিস্ট শাসন | তার ২০০ বছর পূর্বে ফরাসী বিপ্লবে ধূলিসাৎ হয়ে যায় কত শতাব্দী প্রাচীন বুরবোঁ বংশের রাজত্ব | নাৎসীরা বিনষ্ট হয় ১৯৪৫এ দ্বাদশ বর্ষ বিশ্বজোড়া বর্বর অত্যাচার সংঘটনের পর |
এ ইতিহাসের ধারা, দুর্লঙ্ঘ্য পরিণাম, জনতার সাথে দীর্ঘ দ্বিচারিতার অবশ্যম্ভাবী ফল | 'বদ্ধিমান, বুঝিয়া লও |'
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
18. সামান্য জীব লোকমান্যের ইচ্ছা করে, মহামানব তা করেন না | তাই জীব বিস্মৃতির অতলে তলিয়ে যায়, মহামানব চিরস্মরণীয় হয়ে ভাস্বর থাকেন |
19. বিশেষ্য হতে বিশেষণ পদ---পদ পরিবর্তন |
20. What a deal of doublespeak thou dealest in! Never in my life have I seen such a perfect mix of Maya in public affairs.
21. ছিলাম, আছি, যাব |
22. অবিদ্যার পুঞ্জীভূত মূর্তি |
23. বাকসংযম কি শুধু সাধারণের ক্ষেত্রে প্রযোজ্য, মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে নয় ? তিনি ও তাঁর বিধায়েকেরা যথেচ্ছ বলতে পারেন আর সাধারণে বললেই তা দণ্ডনীয় ? এ ক্ষেত্রে তো তাঁরই গুরু দায়িত্ব জনসাধারণকে সংযম শিক্ষা দেওয়ার | পারছেন না কেন ? ভাববার বিষয় |
24. 'সভ্যতার অপর নাম প্রস্তুতি |' - রবীন্দ্রনাথ
তিলোত্তমার মর্মান্তিক হনন-ধর্ষণে সরকার অপ্রস্তুত | তাহলে কি দাঁড়ালো ?
25. দীর্ঘদিনের তপস্যার ফলে মিথ্যাসিদ্ধা হন | এও কম নয় | কির'ম সম্মিলিত শুভর বিরুদ্ধ দাঁড়িয়ে একা সংগ্রামরতা, বিজয়িনী বিরাঙ্গনা !
26. বেদান্তবুদ্ধির অভাবে আজ জাতির এই দশা |
27. যে গাছের ফল খাব, সে গাছেরই গোড়া কাটব | এই না হলে সভ্যতা ?
28. Some are civilised crooks, some uncivilised crooks but crooks nonetheless.
29. কী অপমান, কী অসম্মান, কী নির্যাতনভার দৈনন্দিন মানুষকে বহন করতে হয় !
30. তোরা সব মানুষ হ | ঠাকুরের কাজ করবি সব |
31. তাজমহলের পাশেও যদি তুমি অন্ধ হয়ে জন্মাও, তাজমহল দেখতে পাবে না |
32. সবই সংস্কারসাপেক্ষ | কর্মের গতিও তাই , সংস্কারের দ্বারা নির্ধারিত | এর অতিরিক্ত আছে আত্মকৃপা, অর্থাৎ, আত্মার কৃপা যার দ্বারা কর্মবন্ধন ক্ষয় হয়, শেষে মুক্তি | গুরুকৃপাও এই আত্মকৃপারই বাহ্য প্রতিফলন |
33. আত্মকৃপা, অর্থাৎ, স্বয়ংপ্রকাশ |
34. মা আমাদের সাক্ষাৎ জগদম্বা, সম্পূর্ণ আবৃতা | কার সাধ্য চেনে যদি মা না ধরা দেন ? তবে এক মন্ত্র আছে যাতে তিনি বশ | সেই মন্ত্র 'মা' ডাক | ওই এক মন্ত্রে সর্ব আবরণ খসে পড়ে তাঁর মাতৃমূর্তি প্রকাশ পায় | এটি মায়ের শ্রীমুখের কথা | মাতৃদর্শন হল তো জীবনের সর্বোচ্চ উদ্দেশ্য সাধিত হল কারণ 'আমি কালী ব্রহ্ম, জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি |' (রামপ্রসাদ)
35.
ফাঁকা মাঠে সেমসাইড গোল !
36. What is the point of investigating after obliterating nearly all evidence? What will be the punishment for such destruction of evidence?
37. Who is the mastermind behind this hellish crime and who is the highest support for it?
38. যাঁরা সুবিধামত রাজনৈতিক দল বদল করেন নিজস্বার্থ রক্ষা করতে, তাঁদের মুখে নৈতিক উপদেশ মানায় না, আমরা শুনতেও রাজী নই | তাঁরা আগে আত্মসংশোধন করুন | পরে কথা হবে |
39. West Bengal is a failed state. I feel ashamed of the ruling dispensation. But I had seen it coming as early as 2009.
40. এই বৃষ্টির মধ্যে তরুণ চিকিৎসকেরা কিভাবে যে রাস্তায় রাত কাটাচ্ছে কে জানে | নির্দয় প্রশাসন কি সুখে নিদ্রিত নয় এখন ?
41. যদি একটু শ্রদ্ধা আসত ছেলেদের মেয়েদের নিজেদের প্রতি ! দেশটা চকিতে পালটে যেত |
42. কত মায়াই দেখালি মা, কত রঙ্গ দেখালি !
43. 'আমি', 'আমি' আর 'আমি'---গৌণমন্ত্রীর আমিত্ব আর ঘোঁচে না | প্রতিটি বাক্যে 'আমি' | ঠিক ঠাকুর যা বলেছিলেন তার বিপরীত |
44. আহা, কী মমতা ! সারারাত না 'ঘুমিয়ে' ধরনামঞ্চে সোজা উপস্থিত 'দিদি'রূপে | 'তুমি নব নব রূপে এসো' (রবীন্দ্রনাথ) স্থানে |
45. I came, I talked, I walked.
46. লেখাপড়া করিয়া যাঁহারা বড় হন, মহোদয়া, তাঁহারা গরুও নন, ভেড়াও নন যে 'হট', 'হট' বলিলেই হটিবেন অথবা অভিনয়ে মুগ্ধ হইয়া 'চরণ ধরিতে দিয়ো গো আমারে' (রবীন্দ্রনাথ) বলিয়া চপল চপ্পলপ্রান্তে লুটিয়া পড়িবেন | এটি প্রণিধানযোগ্য | আপনি নাট্যাভিনয়ে সিদ্ধা, অবশ্য অবগত আছেন | অদ্য স্নেহমাখা ফোঁস হইল | অতঃপর অনুষ্ঠানসূচি কি ? বিষদংষ্ট্রার প্রয়োগ নাকি কৌশলে কার্যসিদ্ধি ? ভগবান ন্যায়বিচার করিবেন | আপনি করিবার কে ? কে এই চাপরাশ আপনাকে প্রদান করিয়াছেন যে এহেন আমিত্বপূর্ণ বাক্যবিন্যাস ?
47. If যদি is হয়, but কিন্তু not নয়, what মানে কি?
48. মন মুখ এক নয় এখনও | তবুও ঠেলার নাম বাবাজী !
49. আমি ... | আমি ... | আমি ... |[Reference: Mamata Banerjee]
50. রাজনীতির দাবার চাল ভালই চালেন | কিন্তু এবার যে একেবারে zugzwang ! এদিকে চালুনিতেও চাল শেষ | এমন চালু, সব ছিদ্র দিয়ে ভেগেছে |
51.
একটু তোয়াজ, একটু চাপ,
'কাজে লাগো, করব মাপ |'
'পাঁচ দফা দাবী মেনে নিন,
নইলে প্রবল বাড়বে তাপ |'
52. Worst Chief Minister of all time. Uses every trick of the trade to undo opposition. Maya in its full Avidyā flow.
53. শুধু স্বামীজীর বৈপ্লবিক বাণী বুকে ধারণ, কর্মে রূপায়ন ও চরিত্রগঠনকল্পে পালন---এইমাত্র হোক জীবনচর্যা |
54. ক'মাস আগেই তো শিলিগুরী রামকৃষ্ণ মিশন আক্রান্ত হয়েছিল | ভুলে গেলেন ? রাজ্যের অবস্থা যে বেহাল, তা তো বোঝাই যাচ্ছে |
55. সর্বশ্রেষ্ঠ অবিদ্যারূপিণী !
56. আজ যে জনবিক্ষোভ, তা মানুষের দীর্ঘদিনের পুঞ্জিভূত অসন্তোষের বহিঃপ্রকাশ | এর সমাধান অত সহজে হবে না | আমূল পরিবর্তন চাই |
57. মমতা বন্দ্যোপাধ্যায় বি.জে.পি.র থেকে কমিউনিস্টদের ভয় পান বেশী কারণ কমিউনিস্টরা বুদ্ধিমান, মেধাবী, শিক্ষিত ও বিপ্লবমনোভাবাপন্ন |
58. যাঁরা আজ মন্ত্রীত্বের শীর্ষে, তাঁরা বিবর্তনের চক্রে অনেক পেছিয়ে সাধারণ ভদ্রজনের তুলনায় | শুদ্রযুগের এটাই পরিহাস |
59. গভীরতাকে খর্ব করে স্বল্পকথায় তত্ত্বকথার সরলীকরণ করতে পারব না | একে আমার সাহিত্যিক অক্ষমতা আখ্যা দিতে পারেন অথবা সংক্ষিপ্তকরণের অপরিহার্য পরিণতি বলতে পারেন |
60. মাথায় তুলতে নেই কাউকে, সে মুখ্যমন্ত্রী হলেও না, প্রধানমন্ত্রী হলেও না | মানুষ তো, হজম করতে পারবেন না বেশী বাড়িয়ে তুললে | কিন্তু দাস জাতি | সম্মান দিতে গিয়ে আত্মসম্মান খুইয়ে বসে | তাইতো এই দশা---অনুগামী হতে গিয়ে সব দিদিদাস, মোদিদাস | স্বাধীনতা এসেছে প্রায় আট দশক আগে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আজও প্রভু-ভৃত্যের সম্পর্ক ঘুঁচল না |
61.
আগায় ভিন্ন, গোড়ায় এক,
রঙ্গ কেমন, দেখ রে দেখ |
62.
আজ রাত জাগবে নাকি ?
চতুরঙ্গের এক রঙ্গ দেখেছি;
ত্রিরঙ্গ যে এখনও বাকি |
#Wewantjustice
Do not misinterpret my posts which are apparently ambiguous. Meditate on their meaning and remembering that I am campaigning vigorously right from the beginning for justice for the victim of violation and murderous violence, read into their real intent and import. 🕉
63. বাংলার নবজাগরণ কি তবে এই শুরু হল আবার ? আবার কি 'What Bengal thinks today, India thinks tomorrow'?
64. যিনি শ্রীরামকৃষ্ণকথিত 'ব্রহ্মচারী-নাগ' উপাখ্যানকে অপউদ্ধৃত, অপব্যাখ্যা করে আন্দোলনকারীদের বিরুদ্ধে 'ফোঁস' করার ইন্ধন যুগিয়েছেন, তিনি আর যাই হোন না কেন মমতাময়ী জ্যেষ্ঠা ভগিনী নন কোনরূপেই | ঠাকুরের বাণীর এহেন নিম্ন ব্যবহারের ফল তো আছেই | অচিরেই পাবেন |
65.
সব খুইয়ে চা খাব ?
সাথে ন্যায়বিস্কুট থাকবে নাকি ?
66. The Vedanta is dry unless it be realised and made living by love, if even of shadowy personalities seen through the prism of Maya but in the undispersed higher light that can minimise refraction.
67. We fly free in a bound sky.
68. Is there a God beyond you? This consciousness itself is divine when filtered of all its material dross which are its lower derivatives. The highest flight transcends space and reaches the Absolute.
69. Life is a deeper reality. Bodies like puppets are dancing to its tune. Myriad channels of manifestation advance this dream world.
70. Good vs Evil. War is on.
71. We need to be accurate in thinking and concise and precise in presentation of principle, perspective, perception or fact.
72. নেতা বা নেত্রী যত বড়ই হোক, চরিত্রবান বা চরিত্রবতী না হলে মানা উচিত নয় |
73. এত অস্বচ্ছ সরকার ! এত মিথ্যাচার ! এত দুরাচার ! ভাবতে অবাক লাগে এরও আছে সমর্থক | তাঁদের দিদি নাকি 'একাই ১০০' | সেই এক show !
74.
"নীলের পূজো করে আমি কি পেলাম ?
তার চেয়ে লেনিন আমার গুরু হোক,
লাল সেলাম !"
ইতি, ক্ষমতা |
75. বহুকন্ঠী !
76. এক সি.পি. যাবে, আর এক সি.পি. আসবে | তাতে ব্যবস্থা পালটাবে কি ? নাকি সেই পুরানো পুস্তক নতুন মোড়কে ? নাকি আরও খারাপ ?
77. শিক্ষা একটি বড় শক্তি | তরুণ চিকিৎসকেরা প্রমাণ করল |
78. মন্ত্রীর প্রথম চরিত্র গঠিত হওয়া উচিত | সেই যোগ্যতা অর্জন হলে মন্ত্রীত্ব করবেন | তা না হলে এমনই নৈরাজ্য হয় |
79. 'কুর্নিশ' কথাটির মধ্যে দাসত্ববৃত্তি রয়েছে | উপযুক্ত প্রতিশব্দ হল 'অভিবাদন' যাতে বন্দনা থাকা সত্ত্বেও সখ্যভাবে সাম্যবোধ আছে |
80. সংস্কৃতি একটি সম্পদ যা বাঙালীর অঢেল আছে এবং অর্থের ন্যায় তা মানুষকে অমানুষ করে না |
81.
PC দিল CPরে
আদুরে বিদায় |
CP করে নিল পদ
ভালই আদায় ||
82. My original flawed post:
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
Mr. Sibal, kindly note that the word is 'publicly' and not 'publically'. You are proficient in English and ought to know it.
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
P.S.
@Suryodoy Mandal : I see. And I stand corrected. Thank you. This has been a real lesson for me, yet again proving the old adage that little knowledge is dangerous. My fervent apologies, Mr. Sibal. You (Kapil Sibal) stand supreme in your diction in this respect and I stand humbled in your august presence.
Thanks a lot, my friend, Suryodoy, for bringing home not only a lapse on my part but also for teaching me an important life-lesson that I will carry with me hereon of having broader perspectives instead of such petty narrowness as I have in a most unseemly manner exhibited to my shame. 🕉
Written by Sugata Bose by way of apology and penitence.
83. A master stage-actress!
84. Mr. Kapil Sibal has a bad habit of making observations even when the CJI is speaking and the exquisitely civilised CJI patiently bears it.
85. What a princely sum the Government of West Bengal is spending to defend the indefensible, and all at the expense of the tax-payer!
86.
মায়ার রাজ্যে মায়ার খেলা,
বাড়ছে চাপ, বুঝবে ঠেলা |
87. Transfer is no punishment for perceived offence.
88. মুখ্যমন্ত্রীর শ্রীরামকৃষ্ণকে ভুলভাবে উদ্ধৃত ও ব্যাখ্যা করে 'ফোঁস' করতে বলা কি junior ডাক্তারদের সুরক্ষার আস্থা দেওয়া ?
89. Those who are defending the indefensible stance of the State Government in relation to the R.G.Kar case are plain spineless.
90. ক্ষমতা থাকলেই ক্ষমতার অপব্যবহার | একমাত্র জনশিক্ষাই এর কিয়ৎ প্রতিষেধক |
91. 🕉
This moment is undulating eternity.
🕉
92. 🕉
এই মুহূর্তই আন্দোলিত মহাকাল |
🕉
93. ঈশ্বরের প্রকাশ ভীরুর ভক্তিতে নয়, সাহসীর শৌর্যে |
94. কারা সব মন্ত্রী হয়েছে ! যত সব দুর্বৃত্তের দল যারা আন্দোলনকারীদের অথবা সাধারণের প্রতি দুর্বাক্য ব্যবহার করেন, ত্রাসের সঞ্চার করেন !
95. রাজ্যে ঘূণ ধরেছে ! এই ঘূণ ধরা কাঠে কি নতুন আসবাব সম্ভব ? শিকড় পর্যন্ত দুর্নীতি | কটা পাতা ডাল কেটে কি হবে ?
96. I will be that fire now. Let the movement spread. Radiation is the only condition of propagation of the ignited idea.
97. There is no justice on earth. It is the reign of evil all the way. The sense organs in their lower evolution are playing havoc with life. Unless great numbers of people are rendered good by character-formation, there is no hope for the world.
98. Why are political demons brought on panel discussions to sully them? Commercial considerations ought not to be primary in conducting civic conversation on television. Ethics needs better discretion and direction. After all civilisation is not all about commerce. There are higher imperatives that eventually govern life.
99. It is character and character alone in a vast number of citizens that can set this country on its feet.
100. Wicked souls abound in the corridors of power and that is the sorry state of affairs ruining our civic life.
No comments:
Post a Comment