Sunday, 1 September 2024

উপায় বিবেকানন্দ



 উপায় বিবেকানন্দ 

☆☆☆☆☆☆☆☆


ভরপুর অবিদ্যা বাংলায় ! তার নানা স্তর | সর্ব নিম্নস্তরে রাজনীতি | সংস্কৃতি বিগতপ্রায় | বিবেকানন্দ চর্চা প্রায় নিঃশেষিত | শুধু শূণ্য জয়ধ্বনি, নিস্তেজ, নিরর্থক, নিষ্প্রাণ আলস্যের প্রতিভূ হয়ে বিরাজমান | বিবেকানন্দ প্রচার প্রায় বন্ধ, তাঁর বৈপ্লবিক বাণী রুদ্ধ কারণ উত্তসূরী দুর্বল, ক্লীব, হতাদর্শ, বন্ধ্যা | এখন সভ্যতার সত্যই সংকট | ঠাকুর যাঁকে আধ্যাত্মিক জগতের সর্বোচ্চ স্তর হতে মর্তে ভারত তথা জগত রক্ষাকল্পে অবতরণ করিয়েছিলেন, তিনি আজ বিগত প্রজন্মের স্মৃতিমাত্র, বর্তমানের ভক্তদের ফুলমালা অর্পণের বস্তু | তাঁর ঐশী শক্তিসম্পন্ন বাণী কেউ পড়ে দেখে না | যাঁরা পড়েন, তাঁরা অপেক্ষাকৃত মৃদু উদ্ধৃতি বেছে বেছে দেন অথবা নিজেরা সংসারী হয়েও অযথা উচ্চতম বৈরাগ্যের বাণীই পেষ করে ক্ষান্ত হন | যেন ব্রহ্মজ্ঞান হাতের মোয়া ! এই ধরণের অনীহা ও উপেক্ষা স্বামীজীর বীর্যবান বাণীর প্রতি, সাধারণের অজ্ঞতা তাঁর জীবন সম্বন্ধে, ছোটদের সম্পূর্ণ অজ্ঞতা তাঁর সম্বন্ধে, ভোগবাদ, নাস্তিকতা, শাস্ত্রে, ধর্মে অশ্রদ্ধা---এই সব নানা কারণে আজ বাংলা বিষাক্ত | তারই প্রতিফলন সমাজে দেখছি আমরা | এই অবক্ষয়ের গতিপথ ফেরাতে হবে | উপায় বিবেকানন্দ | তাঁর জীবন ও বাণীর বহুল প্রচার হল অব্যর্থ মহৌষধি | 🕉 


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment