Monday 8 July 2024

জাগো, হিন্দু, জাগো


জাগো, হিন্দু, জাগো 

☆☆☆☆☆☆☆☆☆☆


হিন্দুদের সঙ্ঘবদ্ধ হওয়া উচিত | নিজের ধর্ম জানে না বলেই এত সহজে ধর্মান্তরিত হয় | বাল্যকাল হতেই ধর্ম সম্বন্ধে কোন শিক্ষা পায় না তারা | আর দেবেই বা কে ? জানে কে ধর্ম ? গুটি কতক ধর্মোৎসব ভিন্ন তারা কিছুই পায় না | এতেই যা সংহতি হওয়ার হয় | তা যথেষ্ট নয় | ধর্মান্তরণ যে কতদূর গর্হিত কাজ, তা যদি শৈশব হতেই হিন্দু সন্তানদের বুঝিয়ে দেওয়া হয়, তো কাজ হয় | কিন্তু কেউ বোঝায় না | ফলও অনুরূপ | ইসলাম ও খ্রীষ্টধর্ম ধর্মান্তরণের ওঁত পেতে রয়েছে | এদের আবার সাংবিধানিক পূর্ণ অধিকার তা করার | অর্থাৎ, পন্থানিরপেক্ষতার আড়ালে দেশীয় ধর্মসংস্কৃতিকে সংহার করার পূর্ণ ছাড় ! তাহলে উপায় কি ? উপায় দুই প্রকার : ১) নিজধর্মের মহিমা জানা ২) পরধর্মের মূল সিদ্ধান্তগুলো জানা ও তাদের ধর্মান্তরণের চক্রান্ত সম্বন্ধে অবগত হওয়া |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment