Wednesday 10 July 2024

আসুন, ভদ্র হই, সভ্য হই, মানুষের স্বাতন্ত্র রক্ষা করি


আসুন, ভদ্র হই, সভ্য হই, মানুষের স্বাতন্ত্র রক্ষা করি

☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆


ভদ্রলোক বলে খ্যাত যে বাঙালী, তাঁদের ব্যবহার সংস্কৃতিসম্পন্ন হওয়া উচিত | নইলে গোটা সমাজেরই সাংস্কৃতিক অবনমন, অধঃপতন অনিবার্য যার বিষময় ফল আমরা নিয়ত দেখছি | সভ্যতার মেরুদ্ণ্ড সংস্কৃতি যার শিখরে অবস্থান করছেন ঋষি আর মধ্যপ্রদেশে দণ্ডায়মান কবি, সাহিত্যিক, বৈজ্ঞানিক, শিল্পী আদি সৃজনশীল ব্যক্তিরা | একেবারে তলায় যে জনসাধারণ, তারা এঁদেরই দ্বারা শিক্ষিত, পরিচালিত, প্রেরিত সমাজব্যবহারে | তাই আজকের যে ক্রমবর্ধমান সাংস্কৃতিক অধঃপতন, তা রুখতে ভদ্র সমাজকে পুনঃ ভদ্র হতে হবে যথাযথ | শুধু উপাধিতে নয়, দৈনন্দিন জীবনের নিত্যকর্মে, লোকব্যবহারে, অশনে বসনে, আচারে অনুষ্ঠানে, ওঠায় বসায়, জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রত্যেক আঙ্গিকে | আসুন, ভদ্র হই, সভ্যতার প্রসার ঘটাই নিজ দৃষ্টান্তসহায়ে, স্বীয় সাধনসামর্থে | 🕉 


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)


আলোকচিত্র (ফেসবুক বন্ধুর অজানিত সৌজন্যে) : মূর্তসংস্কৃতি, 'দৈবে দশমরত্ন নবরত্নের মালে', সভ্যতার প্রতিমূর্তি রবীন্দ্রনাথ ঠাকুর |

No comments:

Post a Comment