Sunday, 29 October 2023

ভাববার বিষয় ... ১

ভাববার বিষয় ... ১

--------------------


আমরা বড় হালকা জাতি, গুণগত উৎকর্ষ বুঝি না, তার ধারও ধারী না | যাকে চিনি তাকেই আরো চিনব, জানব, অভিজ্ঞতার বিস্তার করব না | তাই নেতাজী, স্বামীজী, ঠাকুর অথবা মায়ের ওপর লিখলে দেখি 'লাইক'এর ঢল নেমে আসে কিন্তু অন্য কোনো বিষয়ে লিখলে তেমন সাড়া পাই না |


ছবির দাস আমরা, এমনই লঘুচিত্ত | লেখায় ছবি যুক্ত করলে লেখা ছেড়ে ছবি দেখেই সঙ্গে সঙ্গে 'লাইক' ও গতানুগতিক মন্তব্য, 'জয় মা', 'জয় ঠাকুর', 'জয়তু স্বামীজী', 'জয় হিন্দ' ইত্যাদি | 


আমরা তো মোটামুটি শিক্ষিতজন | তাহলে আমাদের সংস্কৃতির, ব্যবহারের এ হাল কেন ? ভাববার বিষয় |


রচয়িতা: সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment