Sunday 29 October 2023

আমি কি গাইতে জানি গান ?


আমি কি গাইতে জানি গান ?

------------------------------


গান তার হবে যার কানে সুর আছে | ৩৬৫ দিন গলা সাধলে কন্ঠ তৈরি হবে ঠিকই কিন্তু কানের অভাবে সংগীত কস্মিনকালেও ত্রিসীমানার মধ্যে আসবে না | এ এক সূক্ষ্ম বোধ যা সৌন্দর্যবোধেরই রূপান্তর সুরের মাধ্যমে, যা স্থূলসাধনার অতীত |


হিন্দুস্তানী শাস্ত্রীয় সংগীত মেরে ধরে হয় না | সূক্ষ্ম শিল্পবোধ চাই | চাই নিরন্তর বিস্তারের স্বকীয় ক্ষমতা, সৃজনশীলতা | এ বস্তু শেখানো যায় না, শেখাও যায় না | এ গুণটি নিয়ে জন্মাতে হয় | এরই নাম প্রতিভা যার অভাবে মধ্যমার্গের শিল্পীতে আজ সংগীতজগত ভরে গেছে |


এই প্রবন্ধের শীর্ষকটি গুরুত্বপূর্ণ, মননযোগ্য | যাঁরা উত্তর ভারতীয় উচ্চাঙ্গ সংগীত চর্চা করেন তাঁদের ভেবে দেখা উচিত তাঁদের এই বিদ্যা আয়ত্ত করে পরিবেশন করার যোগ্যতা কতটা | নিছক তানকর্তব করলেই তো সংগীত হল না | তানকারী তো রাগদারী নয় | রাগদারী ভিন্ন বস্তু | রাগরূপ ক্রমশঃ প্রকাশ করতে হলে তার অন্তর্নিহিত ভাবটি হৃদয়ঙ্গম করা চাই যা শুধু বুদ্ধির বিষয় নয়, বোধের বিষয় | সেই রূপটি সুরনির্ঝরে প্রবাহিত করাই যথার্থ সংগীতকলা | এ তো তারস্বরে চিৎকার করার ব্যাপার নয়, বেসুরো পরিবেশনেরও ব্যাপার নয় | এ স্নিগ্ধ সুষমার, সুরসমন্বয়ের সূক্ষ্ম উপস্থাপনের বিষয় যা শিল্পীর অন্তরের সম্পদ, স্থূল সুরসাধনার ফলস্বরূপ নয় | তাই 'উচ্চাঙ্গ সংগীত' নাম যা সাধারণের ঊর্ধ্বে অবস্থিত, সামান্য মানুষের ক্রীড়াপুত্তলিকা নয় |


রচয়িতা: সুগত বসু (Sugata Bose)


আলোকচিত্র: খাঁ সাহিব অব্দুল করীম খাঁ

No comments:

Post a Comment