রোমন্থন ... ১
রোমন্থন ... ১
বায়ু যত স্থির হবে, মন তত আধ্যাত্মিক পথে হবে অগ্রসর | ভগবানলাভ তখনই হয় যখন মন পরিপূর্ণ শান্তস্বভাবপ্রাপ্ত হয় | সাধুদের স্বভাব শান্ত, বায়ু অচঞ্চল | তাঁদের সংস্পর্শে সাম্যস্পন্দনের দ্বারা সমভাব সঞ্চারিত হয় | তাই সাধুসঙ্গে স্বর্গলাভের প্রবাদবাক্য কথিত আছে | তাই ঠাকুর বলছেন, "উপায় সাধুসঙ্গ |" তমোগুণকে রজোগুণের দ্বারা ও রজোগুণকে সত্ত্বগুণের দ্বারা সংযত করাই আধ্যাত্মিক পথে অগ্রসর হওয়ার প্রক্রিয়া | মনকে শান্ত করতে হবে, চিত্তকে বাসনামুক্ত, শুদ্ধ, স্থির | প্রশান্তচিত্তে ব্রহ্মবুদ্ধির জাগরণ, অপরোক্ষানুভূতির উপস্থিতি | বায়ু যত স্থির, তত আত্মস্বরূপবোধ | তাই ঠাকুর কর্ম কমাতে বলেছেন, অর্থাৎ, বাসনাপ্রেরিত বিপথগামী কর্ম | নিত্যকর্ম, কর্তব্যকর্মাদি সেবাবুদ্ধিতে অনাসক্তরূপে করতে বলেছেন | এতে চিত্তবিক্ষেপ ন্যূনতম হবে | এ ছাড়া বলেছেন নির্জনে সাধনের কথা, মনে, বনে, কোণে | লক্ষ্য এক---মনকে স্থির করা, স্বামীজীর ভাষায়, ব্রহ্মাবগাহি করা | বায়ুচঞ্চল, তো অশান্তি; বায়ুস্থির, তো শান্তি | প্রবৃত্তিমার্গে প্রথমটি, নিবৃত্তিমার্গে দ্বিতীয়টি |
রচয়িতা: সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment