Wednesday 15 January 2020

বিবেকানন্দবিষয়ক বর্ণবিন্যাস


বিবেকানন্দবিষয়ক বর্ণবিন্যাস
----------------------------------------

বিবেকানন্দের বিরুদ্ধে বক্রবুদ্ধি ব্যবহারে বাঙালীরই বিষম বিপর্যয়, বল্গাবিহীন বাকপ্রয়োগে বুদ্ধি বিনষ্ট, বিরাট ব্যক্তিত্বের বাণী ও বার্তার বিরোধিতাহেতু বর্ধনপথে বাধাবিপত্তি, বিশেষত, বৈরীভাবহেতু বন্ধন বর্ণময় বিলাসের বিচিত্র বিন্যাসে ব্যক্ত | বিবেকানন্দবিদ্বেষ, বিভ্রান্তবুদ্ধিবিশিষ্ট বাঙালীর ব্যর্থপ্রয়াস, বলহীনতার বিদ্যমান বিবরণ |

বন্দে বিবেকানন্দ !

বিশদবর্ণন : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment