অছিমাত্র আছি
---------------------
ধনের অহঙ্কার করবেন না | সম্পত্তি ঈশ্বরের, আপনার নয় | সাময়িক কালের জন্য আপনার কাছে গচ্ছিত আছে মাত্র | আত্মসংরক্ষণে ও জনসেবায় সুচিন্তিতভাবে ব্যয় করুন |
মিতব্যয়ী হন | অর্থের অপব্যয় করবেন না | কত মানুষ অনাহারে, অর্ধাহারে আছেন | এই মূল্যবৃদ্ধির যুগে নিজ সংস্থান কোটি কেটি মানুষ করতে পারছেন না | তাঁদের পাশে দাঁড়ান, সহায়তা করুন | জীবনযুদ্ধে হেরে যেতে দেবেন না তাঁদের | উপযুক্ত পাত্রে দান, অর্থাৎ, সামগ্রিক সহায়তা, শিবজ্ঞানে জীবসেবারই নামান্তর যদি ভাবটি শ্রদ্ধাপূর্ণ থাকে |
আসুন, স্বামীজীর আসন্ন জন্মতিথি উদযাপন করি এই সেবাযজ্ঞের মাধ্যমে |
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
---------------------
ধনের অহঙ্কার করবেন না | সম্পত্তি ঈশ্বরের, আপনার নয় | সাময়িক কালের জন্য আপনার কাছে গচ্ছিত আছে মাত্র | আত্মসংরক্ষণে ও জনসেবায় সুচিন্তিতভাবে ব্যয় করুন |
মিতব্যয়ী হন | অর্থের অপব্যয় করবেন না | কত মানুষ অনাহারে, অর্ধাহারে আছেন | এই মূল্যবৃদ্ধির যুগে নিজ সংস্থান কোটি কেটি মানুষ করতে পারছেন না | তাঁদের পাশে দাঁড়ান, সহায়তা করুন | জীবনযুদ্ধে হেরে যেতে দেবেন না তাঁদের | উপযুক্ত পাত্রে দান, অর্থাৎ, সামগ্রিক সহায়তা, শিবজ্ঞানে জীবসেবারই নামান্তর যদি ভাবটি শ্রদ্ধাপূর্ণ থাকে |
আসুন, স্বামীজীর আসন্ন জন্মতিথি উদযাপন করি এই সেবাযজ্ঞের মাধ্যমে |
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment