Tuesday 7 January 2020

MESSAGES GALORE ... 6

1. বৃক্ষরোপণ একান্ত আবশ্যক পরিবেশ সংরক্ষণের জন্য | পরিবেশদূষণ আজ সভ্যতার সংকট | গাছ লাগান |

2. মিতব্যয়ী হোন | আয়ের, সঞ্চয়ের একাংশ আর্তপীড়িতের সেবাকল্পে দান করুন | নরদেবতা এঁরা, ঠাকুরের জীবন্ত বিগ্রহ |

3. We are a dying species unless we immediately act now. The degrading environment will kill us all. Plant trees if you wish to live.

4. Every act of charity is so much acquisition of merit that will return in due course as heaven's bounty showered thousandfold.

5. It is the love of God implicit in a prayer that makes it potent. Else, it is a mere ritualistic expression of devotion in verbal terms.

6. The environment is degrading so fast that unless we immediately attend to its arrest, life may be unsustainable on this planet.

7. কি দিতে পারেন এবার স্বামীজীকে তাঁর জন্মদিনে ?

8. Less than a day to go and we will be in the midst of Swamiji's birthday and the National Youth Day. Youth, arise !

9. 12 January, 1863 -12 January, 2020. 157 years of the glorious recovery of India. Vivekananda, maker of modern India, lives on.

10. স্বামীজীর ১৫৮ তম জন্মদিবসে তাঁর শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম | জয় স্বামীজী ! জয় জাতীয় যুবদিবস !

11. আজ যুবসম্প্রদায়ের সকল সদস্যকে জানাই আমার হার্দিক শুভকামনা | এসো ভাই, চরিত্র গঠন করে স্বামীজীর আদর্শে দেশসেবায় নিয়োজিত হও |

12. পবিত্র ব্রাহ্মমুহূর্তে আসুন স্বামীজীকে হৃদয়ে, মনে, অন্তরের গহনকেন্দ্রে আবাহন করি, জীবন ধন্য করি তাঁর শ্রীচরণে আত্মনিবেদন করে |

13. On this auspicious dawn my prostrations at the hallowed feet of Swamiji ! May his advent yet inspire us unto rejuvenation !

14. যুবক নরেন্দ্রনাথ, ধ্যানরত | এই আদর্শ | পারো হতে এমন, হে আমার যুবক বন্ধুগণ ?

15. সাংস্কৃতিক দুর্বলতা দূর করে তেজস্বী হন | স্বামীজীর অনুগামীরা বলবীর্যসম্পন্ন হবেন, ইন্দ্রিয়ের দাস হবেন কেন ? এই কি সংগীত-নৃত্য না ইন্দ্রিয়পরবশতার নামান্তর ?

16. রাজনীতির রাজকীয়তা কোথায় ? এ তো ঘোর তমো, সর্বনাশের পূর্বাভাষ !

17. স্বামীজীর প্রতি ঔদাসীন্যই আধুনিক বঙ্গসমাজের মেরুদণ্ডহীনতার মূল কারণ | আজ পুণ্যলগ্নে চারিত্রীক সংসোধনের মহা অবকাশ | স্বামীজীকে গ্রহণ করুন পূর্ণপ্রাণে |

18. এখনো সময় আছে - স্বামীজীময় হও ! নচেৎ, ধ্বংস অনিবার্য |

19. স্বামীজীকে নেতারূপে গ্রহণ করুন | বাকি সব বিশ্বাসঘাতক ! যাঁরা স্বামীজীর অনুগামী, তাঁরাই পথপ্রদর্শক হওয়ার যোগ্যতা রাখেন |

20. পশ্চিমবঙ্গ কোনো বিচ্ছিন্ন প্রদেশ নয় যে প্রাত্যহিক ব্যবহারে নিয়তই ক্ষুদ্র আঞ্চলিক স্বাতন্ত্র প্রকট করবে | পশ্চিমবঙ্গ বিরাট ভারতেরই অবিচ্ছেদ্য অংশমাত্র | তাই ব্যবহারে সমগ্র ভারবর্ষের সাথে একীভূত হওয়াই একান্ত কাম্য |

21. Intellectualism is not enough to raise a nation. Spirituality is the sine qua non for such a regeneration.

22.
Swamiji's room in Belur Math. Here he passed into Mahasamadhi on 4 July, 1902. Photo : courtesy, Samhita Prabhu.

23. Give up vain politics and save humanity from extinction at the hands of a fast-degrading environment.

24. মানুষের মমতা কই ? সহানুভূতি, সহমর্মিতা, সহজাত পারস্পরিক প্রেমসম্বন্ধ যা সভ্যসমাজের সৌধ, এ সব কোথায় বিলীন হয়ে যাচ্ছে ?

25. What is the objection to accepting Swamiji as one's model in life when God Himself has anointed him to be so?

26. স্বামীজীকে জীবনের আদর্শপুরুষরূপে মানতে আপত্তি কোথায় যুবক যুবতীদের ? তাঁর চেয়ে উৎকৃষ্ট পথের দিশারী পাবেন কী তারা ?

27.
যুগ্মমূর্তি, একসত্তা, শ্রীশ্রীঠাকুর--মা |

28. Help give but with a healing touch, not an arrogant air of 'Now, hear you me, my inferior one! But for me, where would you have been?'

29. In our bid to modernise, we must not forget our cultural roots. For out of the past is born the present and out of its womb, the future, too.

30. আর ধ্বনি তুলবেন না নেতাজী জয়ন্তিকে ছুটি ঘোষিত করার | এবার কাজ করার কথা ভাবুন দেশের স্বার্থে |

31. Better to live loving than to live hating ; better to die loving than to die hating. Better to love than to hate.

32. I support all those who do not support me. Dissent is desirable in a democracy but not destruction in its wake.

33. The central message of the Geeta is detached action for maintenance of the world order and for the realisation of the Self.

34. Bagha Jatin, Rash Behari Bose and Masterda Surjya Sen were successive links in the revolutionary struggle that culminated in Netaji and his liberation war for India's eventual freedom.

35. It is character that makes a man. However much he may in the dumps be, his character will pull him out of it for sure. Therefore, manifest character.

36. Let our love for Thakur be an active type that conduces to human welfare and not a passive piety tantamount to nothing.

37. The best way to strengthen the Hindus will be to spread far and wide the teachings of the Hindu Acharyas down the ages.

38. Happy birthday, Ronita ! May Sri Ramakrishna grace your life with peace and happiness and limitless love for others !

39. The Taj Mahal is less precious than you children. So, come up and build the Taj Mahal of your lives.

40.

মায়ের পুণ্য প্রয়াণদিবসে আমাদের সকলের অন্তরাত্মা শ্রীরামকৃষ্ণ | মায়ের জীবনের অন্তিম চরণের নিরবচ্ছিন্ন আনন্দস্থল শ্রীরামকৃষ্ণ |

41.
মায়ের প্রথম বাৎসরিক অনুষ্ঠান সুসম্পন্ন হল শ্রীভগবানের অশেষ কৃপায় | ব্রহ্মোপাসনা, সংগীত ও স্মৃতিচারণের মাধ্যমে সন্ধ্যাকাল দিব্যভাবে ভরে উঠেছিল |

42. নেতাজীর জন্মদিবস আসন্ন | মাত্র ৪ দিনের ব্যবধান | জেগে উঠুন এই দিনটি যথাযথভাবে উদযাপনের জন্য |

43. জীবনপাত করে মাতৃভূমির সেবা -- এই আমাদের ব্রত হোক |

44. যুবকযুবতীদের কাছে আহ্বান জানাই স্বামীজীর সম্বন্ধে পবিত্রচিত্তে গভীর অনুৃধ্যান করুন তাঁরা | অজ্ঞতার বশবর্তি হয়ে কুরুচিপূর্ণ কটাক্ষপাত যেন না করেন |

45. মার্ক্স ইউরোপে প্রচলিত খ্রীষ্ঠধর্মকেই সম্ভবত অহিফেনরূপী বিষেশণ প্রয়োগের দ্বারা কটাক্ষ করেছিলেন, সনাতন ধর্মকে নয় |

46. জ্ঞানবিজ্ঞানের চর্চা চাই | ভারতীয় অধ্যাত্মবিদ্যা বিজ্ঞানবিরোধি নয় | তা বিজ্ঞানের পরিপূরক |

47. শক্তিকে সংরক্ষণ করার নামই ব্রহ্মচর্য | অখণ্ড ব্রহ্মচর্য পালনের দ্বারা মনঃসংযম হয় ও তার চৃড়ান্ত পরিণতিরূপে আত্মতত্ত্ব দর্শন হয় |

48. যদি ঠিক ঠিক চেলা হন কেউ স্বামীজীর, তবে বেদান্তকে সেবাকর্মের মধ্য দিয়ে জীবনে প্রতিফলিত করবেন তিনি |

49. রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের অনুরোধ জানাই তাঁরা যেন প্রত্যহ স্বামীজীর বাণী ও তার ভাবার্থের ওপর রচনা প্রকাশ করেন ফেসবুকে |

50. সময় এসেছে সনাতন ধর্মের বহুল প্রচারের | তাই, যুব সমাজকে আহ্বান জানাই স্বামীজীর বাণী ও রচনা অতিমাত্রায় পাঠ করতে |

51. গান্ধীজয়ন্তিকে কর্মদিবসে রূপান্তরিত করুন কেন্দ্রিয় সরকার | ছুটি বাতিল হোক | ধ্বনি তুলুন সমস্বরে |

52. কর্মের মধ্যেই জীবনের প্রকাশ | তাই গান্ধী জয়ন্তি ও নেতাজী জয়ন্তি উভয় দিনই কর্মমুখর হওয়া উচিত, ছুটি থাকা অনুচিত |

53. 'The Condensed Gospel of Sri Ramakrishna' by 'M' in English ought to be published by RKM again.

54. নেতাজীর প্রতি অনুরাগ না গান্ধীজীর প্রতি বিরাগ -- কোনটি বলবতি বেশী নেতাজীর আধুনিক অনুগামীদের কাছে ?

55. হিন্দুরা যদি আজও না জাগে তো তারা নিশ্চিহ্ন হয়ে যাবে জাতি হিসেবে অনতিবিলম্বে | সাথে সাথে অবলুপ্ত হবে সনাতন ঐতিহ্য |

56. দুর্বল মানুষ একজনকে ভালবাসতে গেলে অপর একজনকে ঘৃণা করে | নেতাজীপ্রেম যেন সেই পথে অগ্রসর না হয় | সকলের প্রতি শ্রদ্ধাশীল থাকাই কাম্য |

57. বাংলাদেশের মুক্তমনা মানুষদের উচিত হিন্দুদের পাশে দাঁড়ানো ও তাঁদের ধর্ম ও সংস্কৃতির প্রসারে সহায়তা করা |

58. বাংলাদেশে যাঁরা প্রগতিশীল মানুষ আছেন, তাঁরা বেদান্তের বহুল প্রচারে তৎপর হন | এতে মৌলবাদ কমবে ও দেশের সমৃদ্ধি বাড়বে |

59. বিপথগামীকে সুমতি দাও মা,
সুপথগামীকে সিদ্ধি |
নিঃসহায়কে শরণ দাও মা,
দানবীরকে সমৃদ্ধি |
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

60. The continuous clamour for the declaration of national holiday on Netaji's birthday is symptomatic of the indolence of his current following.
61. How many lives does a tree have? Every winter being shorn of leaves, every spring filling up.Netaji was an uncompromising patriot. He stands taller than his compromising colleagues in the Congress and remains the one hope of national unity and strength. But for him and the redoubtable revolutionary, Rash Behari Bose, we would have remained enslaved to the British Empire for God knows how long more.
62. Is Gandhiji greater than the nation or the nation greater than Gandhiji? Then why did Netaji call him 'Father of the Nation'?
63. Nehru was intellectually superior to Netaji but morally and spiritually inferior to him. Netaji was the preeminent patriot.
64. No God can save you. You have to save yourself.
65.
আজি এই পুণ্য প্রভাতে, প্রথম আলোর সাথে, হে তাপস, হে বীর, প্রণতি জানাই তোমায় |
66.
Netaji appears before my vision clad in a spotless white attire than in the saffron. From topi, chadar, kurta, dhoti and nagra to his immaculate pure self, all of him appears an untainted snow-white self that remains unparalleled in the history of the freedom struggle. It is to this unblemished soul that led us to freedom that I offer my salutations, my prostrate pranam at his hallowed feet on this his 123rd birth anniversary.
67. Two great lives liberated us - Gandhiji and Netaji.

No comments:

Post a Comment