Saturday, 11 January 2020

বন্দে মাতরম ! বন্দে বিবেকানন্দ !


বন্দে মাতরম ! বন্দে বিবেকানন্দ !
--------------------------------------------

জাতীয়তাবোধ কী শেখানো যায় ? তা বলিষ্ঠচিত্তে মজ্জাগত অবস্থান, অনুভূতি | বীর স্বাদেশিকতা উপলব্ধি করেন তাঁর ধমনীতে, কাপুরুষ সে অনুভূতি হতে বঞ্চিত, সে সহমর্মিতা হতে বহিষ্কৃত, নির্বাসিত |

আজ বীরের বড় অভাব, সর্বত্র কাপুরুষের প্রলয়নৃত্য | সৃষ্টিশীল মানুষ আজ বিরল, ধ্বংশের লীলায় উন্মত্ত তামসিক জনতা |

এই সংকটকালে ক্ষাত্রবীর্যে প্রবুদ্ধ হয়ে দেশমাতৃকার সেবায় আসুন নিজেদের উৎসর্গ করি, নবজীবন লাভ করি বিবেকানন্দ পাদমূলে | স্বামীজী অদ্যাবধি জীবন্ত জীবকল্যাণকর্মে | আসুন সেই মহামহেশ্বরের শরণাপন্ন হই ও তাঁর প্রদর্শিত পথে চলে দেশ গঠন করি |

বন্দে মাতরম ! বন্দে বিবেকানন্দ !

রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment