স্বামীজীর বই পড়ুন, এইমাত্র অনুরোধ
স্বামীজীর বই পড়ুন, এইমাত্র অনুরোধ
---------------------------------------
স্বামীজীর বই পড়ুন | এতে নিজের, দশের ও দেশের প্রভূত কল্যাণ নিহিত |
স্বামীজীকে ঠাকুর যুগাচার্যরূপে প্রতিষ্ঠিত করে গেছেন | তিনি এ যুগের আদর্শ মানব, দেব ও মানবের মিলনস্থল, সন্ধিপুরুষ | তাঁর জীবনী, বাণী ও রচনা পাঠে বিশেষ লাভ | তাই আত্মজীবনগঠন ও সমাজজীবনগঠনকর্মে স্বামীজীর স্মরণমননচিন্তন, পঠনপাঠন ও অনুশীলন একান্ত কাম্য | ব্রতী হোন এই মহৎ কর্মে | শুভেচ্ছা রইল ও আশা যে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় স্বামীজীচর্চা জীবন্ত হয়ে উঠবে আবার যেমনটি বাংলার অগ্নিযুগে হয়েছিল যখন বিপ্লবীরা স্বদেশমুক্তির সাধনায় স্বামীজীর দ্বারা অনুপ্রাণিত হয়ে আত্মমুক্তির কথাও ভুলে গিয়েছিলেন ও দেশমাতৃকার শৃঙ্খলমোচনে সর্বস্ব ত্যাগ করেছিলেন | বৃটিশ গোয়েন্দা পুলিশ খানাতল্লাশী করে গীতা আর স্বামীজীর বই অধিকাংশ ক্ষেত্রেই বিপ্লবীদের ডেরায় পেত | আজ আমাদের ওই সব বীরগতিপ্রাপ্তদের পদাঙ্ক অনুসরণ করে স্বামীজীর চর্চা পুনঃপ্রচলন করতে হবে, দেশের মুক্তির জন্য নয়, দেশগঠনের জন্য ও রক্তে রঞ্জিত স্বাধীনতা রক্ষা করার জন্য |
স্বামীজী আজকের ভারতের রচয়িতা | তাঁর বাণী ও রচনা পাঠ করলে ভারতকে চেনা যাবে | নইলে এ দেশে জন্মেও বিদেশীর মতই স্বীয় সংস্কৃতি, সভ্যতা ও ধর্ম সম্বন্ধে অজ্ঞই থেকে যাব আমরা |
স্বামীজী ঘণীভূত ভারত | আমরাও ভারতীয় | তাই নিজেদের পূর্ণরূপটি পরিজ্ঞাত হওয়ার জন্য আমাদের স্বামীজীকে পড়া উচিত | আসুন, তাই করি | 🕉
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment