Friday 22 September 2023

পাঠান্তে প্রণাম শ্রেয়


পাঠান্তে প্রণাম শ্রেয়

--------------------


অনুগ্রহ করে স্বামীজীর বাণীগুলো যেগুলো পোস্ট করছি সেগুলো পড়ুন ও তদনুরূপ মন্তব্য করুন | শুধু 'প্রণাম স্বামীজী' বলে তাঁকে আর অপমান করবেন না | উনি এই বাণী দিতে গিয়ে আমাদের জন্য আত্মবিসর্জন দিয়েছেন | এই কি তার প্রতিদান দেব আমরা? আমার লেখা না পড়েন আপত্তি নেই, কোন আপত্তি নেই | নাহয় লেখা ছেড়েই দেব | কিন্তু স্বামীজীর বাণী ও রচনা? তাও পড়বেন না? কষ্ট করে আপনাদের মুখের কাছে এই প্রসাদান্ন তুলে ধরছি নিত্য | তাও রুচি নেই তাতে? শুধু 'জয় স্বামীজী', 'Joy Vivekananda', 'লহ প্রণাম স্বামীজী' অথবা emoji? স্বামীজী সে যুগে সিস্টার ক্রিস্টীনকে বলেছিলেন, "দেশটা মরে গেছে, পচে গেছে |" আজও কি তাই? ভেবে দেখুন |


আরেকটি জিনিস | কেউ কেউ মুরুব্বীয়ানা করেন | নিজেদের খুব বোদ্ধা ভাবেন | আমি জবাব দিই না অধিকাংশ ক্ষেত্রেই | কারণ জবাব দিলে অহেতুক তিক্ততার সৃষ্টি হবে | আমি স্বামীজীর প্রচার দেশের স্বার্থে করি, ফাজিলদের অথবা দুষ্টু নাস্তিকদের সাথে গালগপ্প করার জন্য করি না | অতএব, আমার এই প্রচেষ্টায় সহায়তা করুন, বাধা সৃষ্টি করবেন না | আপনারা কেউ কেউ, হয়ত অনেকেই, ফেসবুকটাকে লঘুচিত্ততার অঙ্গন হিসেবে দেখেন | তা দেখুন কিন্তু লঘু পোস্টকেই লঘুরূপে দেখা শ্রেয়, গম্ভীরবস্তুকে নয় | অনুগ্রহ করে ভাব নষ্ট করবেন না বাক্ অসংযমের দ্বারা অথবা অযথা ভাববৈপরীত্যের দ্বারা | তার ক্ষেত্র অন্যত্র | 


পুনঃ নিবেদন---স্বামীজীকে শ্রদ্ধা জানান তাঁর বাণী ও রচনা যা পরিবেশন করছি তা পড়ে, শুধু অলস প্রণাম প্রেরণ করে নয় | নমস্কার | 🕉 


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment