Sunday, 6 September 2020

রাজনৈতিক প্রহসনকে প্রশ্রয় দেবেন না


রাজনৈতিক প্রহসনকে প্রশ্রয় দেবেন না

-------------------------------------------------------

বর্তমান কোনো রাজনৈতিক নেতা বা নেত্রীর বিপ্লবীদের নাম নেওয়ারও নৈতিক অধিকার নেই কারণ সম্পূর্ণ ও সর্বাঙ্গীন স্বাধীনতার স্বপ্ন এঁদের দ্বারাই ব্যর্থ হয়েছে | অতএব, মূর্তীতে মালা পরানোর প্রহসন না করাই বাঞ্ছনীয় ও বক্তৃতায় বিপ্লবীদের ও বিদ্যাসাগর, বিবেকানন্দ, বঙ্কিম প্রমুখ মহাপুরুষের নাম না নেওয়াই শ্রেয় | বর্তমান রাজনৈতিক নেতা-নেত্রীগণ এতই চরিত্রবিবর্জিত যে তাঁদের মুখে এই প্রাতঃস্মরণীয় মহাপুরুষদের নাম শোনাও অবিদ্যার সাধনসম | এই কথাটি প্রতিটি রাজনৈতিক নেতা-নেত্রীকে শোনাতে চাই | এঁদের মনেপ্রাণে বর্জন করুন | তবেই নতুন ভারতের অভ্যুত্থান হবে |

রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment