সংগীতশিল্পীর সে মন কোথায় ?
---------------------------------------------
সংগীতের জন্য যে মন প্রয়োজন, সে মন না থাকলে সংগীত হবে কেমন করে ? স্বার্থবুদ্ধি ও নিষ্ফল অহংকার ত্যাগ না হলে শাস্ত্রীয় সংগীত সাধনা ও তাতে সিদ্ধিলাভ অসম্ভব | জনমানসে চিরস্মরণীয় তিনিই হন যিনি স্বীয় স্বার্থ সর্বতভাবে পরিহার করে সংগীতকে জীবেনের একমাত্র আরাধ্য জ্ঞান করেন | তাঁর বিজয়পত্রে স্বয়ং সরস্বতী স্বাক্ষর করে তাঁকে গন্ধর্বরূপে চিহ্নিত করেন |
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment