অন্নপূর্ণা দেবী
যখন সঞ্চালক মহাশয় অন্নপূর্ণা দেবীকে 'বিদূষী' বলে অভিহিত করলেন, তখন তা কানে অপপ্রযুক্ত বক্রস্বরের ন্যায় লাগল | আজকাল তো সবাই 'বিদূষী', 'সরস্বতীনন্দিনী', 'গানসরস্বতী' হয়ে বসেছেন | তাই এই 'বিদূষী' আক্ষাটি দিয়ে এই যুগন্ধর প্রতিভাকে আভূষিত না করলেই তাঁর প্রতি যথোচিত সম্মান প্রদর্শন করা হত |
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment