Thursday, 24 August 2023

অন্তরার অন্তরায়


অন্তরার অন্তরায়

------------------


হাহা করে হেসে হেসে,

গরমেতে কেশে কেশে,

দেখা যাবে অবশেষে,

পরিক্ষা আগতপ্রায় |

ওরে, ওরে,

Messenger ছেড়ে তুই

Whatsappey আয় |

পড়াশোনা কর বাবা,

বেলা বয়ে যায় |


ফাজিল হবি বা যদি,

মস্করা মহানদি,

সঠিক সময় বোধি,

তাও হওয়া যায় |


এলোমেলো চলিলে,

লঘু কথা বলিলে,

কালের কীলের চোটে

হবি ধরাশায়ী |

তাই বলি ত্বরা করি,

পাঠে তপোরূপে বরি,

শ্রবণে মননে স্মরি,

পড়া করে আয় |


ফল যদি ভালো হয়,

কপাল না কালো হয়,

হৃদে সদা আলো রয়,

কে পাইবে তায়?

তাই বলি পড়া কর,

ছিপ ফেলে মাছ ধর,

গৃহের প্রচীর গড়,

মনোরূপ রথ,

ও যে চারিদিকে ধায় |


সব ছেড়ে লেগে পর,

দিবানিশি পড়া কর,

নইলে উঠিবে ঝড়

শেষ লহমায় |

এখনও সময় আছে,

তুই Whatsappey আয় |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment