Wednesday 2 August 2023

POESY : BENGALI


POESY : BENGALI


যতদিন বেঁচে আছি,

ততদিন মরে গেছি |

বাহিরের সত্তা

বাঁচে না, বাঁচে না |

হৃদে আছে ভগবান,

সবার মাঝে সমান |

বাঁচেন তিনি সদা

কেউ তাঁরে যাচে না |

বাহিরের ভোগে আছে

জড়া, ব্যাধি, মৃত্যু |

অন্তরযোগে আছে,

স্থিত---ও সে নাচে না |

নটরাজ রচে

ডমরুব্রহ্মাণ্ড |

ক্ষণমাত্রে লয়

প্রতিপল প্রকাণ্ড |

একপল আছি,

তার পরপল নাই |

পূর্ণপল দৃষ্ট হলে

আর সৃষ্ট হব নাই |

সত্তা যবে লয় হবে

বিশুদ্ধ তত্ত্বে,

মদমত্ত অহং রবে

বিশুদ্ধ সত্ত্বে |

এইমাত্র বিরাজিবে

ক্ষণ প্রতিক্ষণ,

জানি অনিত্য, মিথ্যা,

এই মায়ার বিমোহন |

বাঁচে, মরে দেহমাত্র,

যে কভু বাঁচে নাই |

নিত্যস্থিত অমরাত্মা,

জীবনোৎস তাই |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment