আসছে স্বামীজীর যুগ | প্রস্তুত হোন |
আসছে স্বামীজীর যুগ | প্রস্তুত হোন |
--------------------------------------
মেধাবী ছাত্ররা যারা নৃশংসভাবে ragging করে, তাদের বুদ্ধির বিকাশ হয়ে থাকলেও হৃদয়ের বিকাশ বিন্দুমাত্র হয়নি, চরিত্রগঠন তো হয়ই নি এতটুকুও | জড়বাদের এটি একটি লক্ষণ---হৃদয়হীনতা |
স্বামীজী শিক্ষাকে চরিত্রগঠনমূলক বলে নির্ণীত করেছিলেন | সে আদর্শ বঙ্গসমাজ নেয় নি | তাই এই হাল | জড়বাদ নিছক ভোগবাদে পরিণত হয়েছে একদিকে, অন্যদিকে চরিত্রহীন কপট বিপ্লববাদে | উভয়ই ত্যাজ্য | উন্নত প্রজন্মের আগমনে স্বামীজীর বাণী সার্থকতা লাভ করবে |
আপাততঃ বঙ্গসমাজে ঘূণ ধরেছে যার নিদর্শন এইসব জঘন্য হত্যাকাণ্ড | রাজনৈতিক স্তরে ক্ষমতা ও অর্থলীপ্সা, দুর্নীতি ও নির্বাচনী হত্যালীলা, যুবসমাজে উচ্ছৃঙ্খলতা, স্বৈরাতার ব্যক্তিস্বাধীনতার নামে ও সাধুসমাজে সাংগঠনিক কাঞ্চনাসক্তি---এই সব জাতির মেরুদণ্ড ভাঙতে উদ্যত |
কিন্তু স্বামীজী আজও জাগ্রত কিছু মানুষের হৃদয়ে, বহু সাধুর অন্তরে, জীবনচর্যায় | তাই বাংলা তথা ভারত জাগবে বিবেকানন্দ-বেদান্ত নির্ঘোষে | আসছে স্বামীজীর যুগ | প্রস্তুত হোন |
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment