ভাববার কথা
ভাববার কথা
--------------
পড়ুন যা লিখি | চিন্তা করুন | শুধু ছবিতে আকৃষ্ট হবেন না | চিন্তা না করলে চৈতন্য আসবে কি করে ? স্বামীজী বলেছিলেন ১৯০০ সালে তাঁর বিখ্যাত বক্তৃতা 'Is Vedanta the Future Religion'এ, 'Let men be thinkers.' ['মানুষ চিন্তাশীল হোন |'] তাঁকে কি আমরা হতাশ করব ? তিনি তো মহাসমাধির অব্যবহিত কাল পূর্বে দুঃখ করেছিলেন যে তাঁর উচ্চ উচ্চ ভাবগ্রহণে তাঁর অনুগামীরাই অপারক | তাহলে আজও কেন আমরা শুধু তাঁর নামে শূণ্য জয়ধ্বনি দিয়ে ক্ষান্ত হব ? তাঁর ভাব বোঝার দিন এসেছে | ভাবুন | রামকৃষ্ণ-বিবেকানন্দ ভাবান্দোলন আজ ভাবজগতে বহুলাংশে ব্যর্থ আমাদের লঘুতিত্ততার জন্য | আসুন, গভীর অনুধ্যান করি তাঁদের জীবনবেদ | সেই অধ্যয়নে আছে পরম কল্যাণ, তার অনুসরণে দেশগঠন, জাতিগঠন, আর বিশ্বমাঝে তার প্রচারে মনুষ্য সভ্যতার রক্ষা |
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment