Wednesday 21 July 2021

ভারতের ভবিষ্যৎ



ভারতের ভবিষ্যৎ

------------------


অনেক বেশী সংখ্যায় ডাক্তারের প্রয়োজন | ছেলেমেয়েরা, লেখাপড়া করো ভাল করে | উন্নত, চরিত্রবান নাগরিক চাই লক্ষ লক্ষ দেশগঠনের জন্য | বিজ্ঞানমনস্কতা আবশ্যক গোটা জাতির কিন্তু ঔপনিষদিক চেতনার সাথে সহাবস্থান করে তা যেন থাকে | পৌরহিত্যের ব্যভিচার বর্জন করতে গিয়ে যেন দেশ জড়বাদী নাস্তিকতাকে ধ্রুব বলে মেনে না বসে | বিজ্ঞানের সাথে বেদান্তের বিরোধ নেই, বরং বিজ্ঞান ও বেদান্ত একে অপরের পরিরূরক | তাই এই উভয় বিষয়ের সমন্বিত শিক্ষার দ্বারা ভবিষ্যতের ভারত বলিষ্ঠভাবে বেড়ে উঠুক | এতেই জাতির কল্যাণ | এরই পালনে হবে যথার্থভাবে পালন 'সত্যম্, শিবম্, সুন্দরম্'রূপী সনাতন ভারতমন্ত্রের |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment