Saturday 17 July 2021

প্রশ্ন সাধুদের কাছে, প্রশ্ন সুধীজনের বিবেকের কাছে 


প্রশ্ন সাধুদের কাছে, প্রশ্ন সুধীজনের বিবেকের কাছে 

-----------------‐-----------------------------


সাধুরা শিবজ্ঞানে জীবসেবা করেন, কত সদুপদেশ দেন, শাস্ত্রবাক্য বলেন, কিন্তু ধনতন্ত্রের নির্মম শোষণের বিরুদ্ধে সোচ্চার হন না কেন ? স্বামীজী তো হতেন | তাঁর সেই শোষণবিরোধী অগ্নিময় বাণীপ্রচারে জোর দেন না কেন তাঁর অনুগামীরা ? রাজনীতি না করেও মনুষ্যত্বের খাতিরে তা করা সম্ভব ও করা উচিত | যে দেশে এত মন্দির, এত মূর্তি, সে দেশে কেন এভাবে অজস্র অর্থ ব্যয় করে নিত্যনতুন মন্দিরনির্মাণ ও স্বামীজীর মূর্তি উন্মোচন করেন ? স্বামীজী এর ঘোর বিরোধী ছিলেন | তাঁর বিখ্যাত বক্তৃতা 'Is Vedanta the Future Religion?' পাঠ করুন ও স্বীয় সিদ্ধান্তে উপনীত হন |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)


EXCERPT FROM 'IS VEDANTA THE FUTURE RELIGION ?' BY SWAMI VIVEKANANDA 


The infinite truth is never to be acquired. It is here all the time, undying and unborn. He, the Lord of the universe, is in every one. There is but one temple — the body. It is the only temple that ever existed. In this body, He resides, the Lord of souls and the King of kings. We do not see that, so we make stone images of Him and build temples over them. Vedanta has been in India always, but India is full of these temples — and not only temples, but also caves containing carved images. "The fool, dwelling on the bank of the Gangâ, digs a well for water!" Such are we! Living in the midst of God — we must go and make images. We project Him in the form of the image, while all the time He exists in the temple of our body. We are lunatics, and this is the great delusion.


No comments:

Post a Comment