Sunday 11 July 2021

ঠাকুরের কটি বাণীর সামান্য অনুধ্যান


ঠাকুরের কটি বাণীর সামান্য অনুধ্যান

----------------------------------------------------


১) 'টাকা মাটি, মাটি টাকা |' -- অর্থে অনাসক্তি, সৎভাবে উপার্জন ও অর্থের সৎ প্রয়োগ |


২) 'যত মত, তত পথ |' -- সর্বমতসহিষ্ণুতা ও অখণ্ড পবিত্রতাপালনের দ্বারা ঐকান্তিক সাধনযোগে আধ্যাত্মিক সত্য যে কোনো মত অবলম্বন করে প্রাপ্তব্য |


৩) 'সত্যকথাই কলির তপস্যা |' -- এ যুগে সাধনার কঠোরতা সম্ভব নয় কারণ 'কলিতে অন্নগত প্রাণ |' তাই সত্যবচন ও সেইমত কর্মসম্পাদন এখন ঈশ্বরলাভের উপায় |


৪) 'শ, ষ, স | যে সয়, সে রয় | যে না সয়, সে নাশ হয় |' -- তিতীক্ষা | জনবহুল পৃথিবীতে সংঘাত, সংঘর্ষ অনিবার্য | তাই সহনশীলতা শান্তি, সম্প্রীতি, সদ্ভাব ও সদ্ভাবনা বজায় রাখার প্রকৃষ্ট উপায় ও ঈশ্বরলাভের সহায়ক | এর অন্যথায় বিনাশ অনিবার্য |


৫) 'চাঁদামামা সকলের মামা |' -- ঈশ্বর সকলেরই আপনজন | তাঁকে যে কেউ পেতে পারেন | কোনো সামাজিক বাধা নেই | যিনি চাইবেন, তিনিই পাবেন তাঁকে একান্ত আপনরূপে | ঈশ্বরে সকলের অধিকার | এটি একটি বৈপ্লবিক কথা |


৬) 'ভক্তের জাত নেই |' -- এই মন্ত্রের দ্বারা ঠাকুর সামাজিক বৈষম্য অতি কোমলভাবে তুলে দিলেন | জাতিপ্রথার কুফল হতে নিষ্কৃতির এক অমোঘ উপায় | ভক্তিতে দেহমন শুদ্ধ হয়ে যায় ও সকল ভক্তই একাসনে বসার অধিকার লাভ করেন | কিন্তু এই সমতা যথার্থরূপে আসে যথার্থ ভক্তিলাভের দ্বারা, আইন পাশের দ্বারা নয় | সে সমতা আইনত, যথার্থ নয় |


রচয়িতা : সুগত বসু ( Sugata Bose)

No comments:

Post a Comment