Monday 19 July 2021

ভাববার কথা




ভাববার কথা

------------------


আমি সেই প্রচারক ভক্তকে দেখতে চাই যিনি প্রতিটি জপের পরিবর্তে অর্থনৈতিক ক্ষতি স্বীকার করতে সানন্দে প্রস্তুত | অর্থাৎ, এমন যদি হত যে একবার ঠাকুরের নাম করলেই ১০০০ টাকা লোকসান হত, তাহলে কোন রামকৃষ্ণভক্ত এই ভক্তির প্রদর্শনে মাততেন, এটি জানার ইচ্ছা রইল | দেশের প্রবল আর্থসামাজিক সংকটের কালে কোথায় সচেতন হবেন ভক্তেরা ঠাকুর-স্বামীজীকে কেন্দ্র করে, অর্থাৎ, তাঁদের উপদেশাবলীর যথার্থ অনুধাবন ও প্রয়োগের মাধ্যমে, তা না, তাঁরা ধর্মের অহিফেন সেবনেই মত্ত, ভাবছেন মোক্ষলাভ বুঝি ওমনি দুটো সাধুর বন্দনা করলেই হয়ে যাবে, তাতে সমাজ রসাতলে গেলেই বা কি আসে যায় | ঠাকুর-মা-স্বামীজী বুঝি স্তাবকতার বশ, মানবপ্রেমের, আর্থসামাজিক শোষণের পরিবর্তনের নয় | এটি ভাববার বিষয় |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment