Sunday, 15 June 2025

ভ্রান্ত প্রবাদ, ভ্রষ্ট প্রবাদ, মিথ্যা আরোপ দূর হ'ক


ভ্রান্ত প্রবাদ, ভ্রষ্ট প্রবাদ, মিথ্যা আরোপ দূর হ'ক

☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆


ঘরের শত্রু বিভীষণ নয়, সত্যের মিত্র বিভীষণ | নইলে যে রামকৃষ্ণ অবতার মিথ্যা হয়ে যায় | তিনিই না রামচন্দ্র, সত্ত্বগুণী বিভীষণের একান্ত মিত্র ? বিভীষণ কিছু মির জাফর নন | স্বার্থশূণ্য, সত্যপরায়ণ, সত্ত্বগুণী বিভীষণ, রক্ষকুলে জন্ম তবু দেবস্বভাববিশিষ্ট | জাফর আলি খাঁ কিন্তু স্বার্থপর, লোভী, দেশদ্রোহী, বিশ্বাসঘাতক | বিভীষণ ন্যায়পরায়ণ, ধার্মিক, উচ্চমনা, আদর্শনিষ্ঠ, ভগবতপ্রেমী, আর মির জাফর নীতিভ্রষ্ট, অধার্মিক, নিম্নদৃষ্টি, হতাদর্শ, দানবচেতন | এই দুই ব্যক্তির কোনো তুলনাই হয় না | আজ থেকে ঠাকুরের ভাষ্য মেনে নিয়ে বিভীষণের ওপর বাংলা ভাষার অপপ্রবাদ 'ঘরের শত্রু বিভীষণ' অপসারিত হ'ক | ঘরের আয়তন কত বড় ? অসত্যে স্থিত স্বদেশ (রাজ্য) না সত্যে স্থিত আদর্শ ?


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment