MESSAGES GALORE ... 107
MESSAGES GALORE ... 107
1. We need to educate our people in science. That will be the first step to spirituality. Reason well defined, realisation will follow. Else, crude errors will creep in, corrupting course. Reason is the guardian of the mind.
2. Love is the great festival that is going on in the world. Demons spoil it by spreading hate.
3. Islam is not the 'Religion of Peace'. Neither is Christianity. Both convert. And conversion is war.
4. Conversion is war. Any faith that converts, in effect facilitates social division, obliterates culture, annihilates civilisation, creates war. Unless a faith has universal sympathies, it is bound to divide human society and create conditions that are not conducive to peace. Theologically Islam and Christianity are narrowly sectarian and divide the world into two antithetical sections. Islam divides the world into momin and kafir, and Christianity divides it into the Christian and the heathen. Islam dooms the kafir to hell and Christianity dooms the heathen to hell. Yet, for all the 'love' shown to the vast majority of non-believers, we are expected to accept that Islam is the 'Religion of Peace' and Christianity the faith that preaches the gospel of the 'Prince of Peace'.
5. শুভ জন্মদিন, পল্লবী ! ঠাকুর-মা-স্বামীজীর আশীর্বাদ মাথায় নিয়ে এগিয়ে চলো জীবনযাত্রায় অনন্তের অভিলাশে |
6.
Small boys play war games,
Big boys desist.
Small boys play the aggressor,
Big boys resist.
7. Tall names and taller claims maketh not a nation. Build the nation silently without self-glorification or with an eye to gaining electoral advantage. The nation will stand with you only when you place it above your person or party, and the nation will sure stand by you when it is on secure foundation standing. Netaji Subhas Chandra Bose gets spontaneous adoration and support. Why do you need to manipulate it?
Reduce economic disparity. Control population. Generate employment. Replace dishing out doles with providing jobs. Build your own character and be an example before your sycophantic followers and the fooled multitude. Leave behind a legacy that would do justice to the martyrs to the motherland.
Build up the universities and clear out politics from their precincts. Develop science and technology instead of archaic pseudo-sciences.
Establish science universities in the names of Meghnad Saha, Satyendranath Bose, Jagadish Chandra Bose, Chandrasekhar Venkataraman and Srinivasa Ramanujan to begin with and keep politics out of them by way of law.
This is a scientific age and nations need science for combating both the forces of Nature and enemy nations. The masses need rationalisation, not induction of age-old superstition in the form of useless rituals, astrology and the like. Feed them reason and liberal philosophy as enshrined in the Vedanta expounded by Vivekananda, and see what a lightning change comes into the polity.
Children are the future of the country. Why does the government of the day not provide a nationalistic, yet true, version of Indian history? That is to say, why must our children be fed so much of world history and Marxist interpretation of history while being kept in the dark about the glorious phases and chapters of Indian history? Mere talk of nationalism will not do. It will only increase jingoism in the name of patriotism. What is needed is awareness about our civilisation in truest terms, neither coloured by political Hinduism nor discoloured by Marxist misrepresentation.
Swami Vivekananda's works must be popularised in the country. Popularised, that is, the people must be made aware of his works and his literature must be taught in institutions in a relevant manner so that the character of the citizenry is duly built.
People are suffering from shallowness. Levity fills the artificial atmosphere that is consumer culture of the day. The film industries of the land with all their frothy stuff, fantasy world et al, are careering culture precipitously down. The shepherd has turned toxic and the flock follow him to their doom.
8. এর নাম বৈশ্য যুগ ? এ তো অধঃপতনের একশেষ, চৌর্যবৃত্তির নির্লজ্জ প্রকাশ | অবশ্য 'প্রকাশ' না বলে 'গ্রহণ' বলাই ভাল কারণ সংস্কৃতির নিকৃষ্টতম স্তরে মানুষ এর প্রভাবে নিমজ্জিত, সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা, সবই অজ্ঞান অন্ধকারে বিলুপ্ত | আর মানুষেরও বলিহারি ! চরিত্র বলে কি বস্তু নেই যে বাণিজ্যিক অপসংস্কৃতিকে রোধ করতে পারে ? মানুষ তো দেখি দিব্যসুখে আত্মপ্রচারে ব্যস্ত, তাও শরীরসর্বস্ব আর অর্থসর্বস্ব যোগে | এই কি তবে বৈশ্যযুগের বৈশ্যযোগ ?
ভাল লাগে দিবারাত্র নিজের দেহের জনসমক্ষে প্রদর্শন, selfie, story আর reels বানিয়ে মানুষের দৃষ্টি আকর্শন ? লজ্জাশীলতা, শালীনতা, রুচিশীলতা, সংযম---এ সবের কি আর প্রয়োজন নেই তাহলে ? নৈতিক, চারিত্রিক, বৌদ্ধিক অবক্ষয় তো হবেই তাহলে | চিন্তাশীলতা, চারিত্রিক দৃঢ়তা, গভীরতা, ব্যক্তিত্বের বিকাশ, মনঃসংযম, হদয়বত্তা---এ সবের প্রকাশ তাহলে হবে কি করে ?
মানুষের ভিখারীর অবস্থা | সাধারণ মানুষ থেকে সাধু সন্তও দেখি সবই অর্থের পেছনে ছুটছে | কি হল এ দেশের ? কোথায় গেল আধ্যাত্মিক আদর্শ ? এ তো গোটা সমাজটাই যেন এক মস্ত বাজারে পরিণত হয়েছে আর মানুষজন সব অসংযমী অর্থলোভীর দল ক্রয় বিক্রয়ে ব্যস্ত |
9. ক্ষুদ্রে যিনি, ব্রহ্মাণ্ডে তিনি | তাঁর পূজা প্রতিপলে হয়ে চলেছে |
10. ভয়হীন হও |
11. There is an infinitude outside and there is an infinitude inside. In between I remain the interface, a layer of conscious perception.
12. One man's holiness starts a religion. Others follow and a tradition sets up. Thus the faith flourishes, so long as it does not kill to do so. Self-defence is one and killing to propagate another. Purity and service sustains the religion. Faith in the founder is its bedrock but he must be followed in truth and not in words alone. His principles must be practised in full and not tailored to convenience.
13. Sikhs are Hindus.
14. If he (Swamiji) cannot awaken India, none can.
15. অটুট গুরুভক্তি হোক !
16. মাতাপিতা আদি গুরু |
17. সেবা করব বলে লোভের বশবর্তী হয়ে অর্থান্বেষণে মনোনিবেশ করব, এমন দুর্মতি যেন না হয় |
18. হাত, পা, মাথা, বুদ্ধি, হৃদয়---এর সহযোগে যা সেবা হয়, তাই যথেষ্ট, তাই কল্যাণকর | এর বেশি করতে গেলেই লোভ, অহংকার এসে পড়ে | চারিত্রিক অধঃপতনের দ্বারোদ্ঘাটন হয় | তাই ভাবপ্রচারের যন্ত্রস্বরূপ সংঘের প্রয়োজনীয়তা সম্বন্ধে অবহিত থাকা সত্ত্বেও স্বামীজীর সাবধান বাণী---"Organisation breeds new evils."
19. Rest in the Lord and do thy duty.
20. ভগবানের বাণী প্রচার প্রয়োজন বলিষ্ঠ কন্ঠে---মৃদু, ভীরু, সকলকে তুষ্ট করার কন্ঠে নয় | তাই স্বামীজীর বাণী প্রচার প্রয়োজন | ওই সব অত্যুচ্চ বৈদান্তিক তত্ত্ব নয় যা সাধারণের না বোধগম্য হয়, না কোনো কাজে লাগে | চাই তাঁর 'ভারতে বিবেকানন্দ' হতে উদ্ধৃতি | বহুবার এ কথা লিখেছি কিন্তু কেউ কর্ণপাত করেন না | তাই নিজেই আবার পরিবেশন শুরু করব তাঁর জ্বলন্ত বাণীপ্রবাহ |
21. What we need is practical Vedanta, not theoretical Vedanta of no common consequence.
22. The problem with the Hindus is that they speak a lot and do very little to back up the words they utter.
23. The worst sufferer in this age other than the persecuted and the poor is the Lord Himself. Thakur has been forgotten. His words are openly floated. 'Taka maati, maati taka' has today been casually cast away as an impractical, archaic concept having no relevance in the current commercial world we live in. This is not just regrettable, as euphemism would have it for us, but downright despicable, as it truly is. Return to roots! Return to Ramakrishna!
এ যুগের সবচেয়ে বড় ক্লীষ্ট---নিগৃহীত ও দরিদ্র ব্যতীত---হলেন ভগবান স্বয়ং | ঠাকুর আজ মানবমনের বিস্মরণে অবস্থিত | তাঁর বাণী সর্বসমক্ষে উপেক্ষিত | 'টাকা মাটি, মাটি টাকা' আজ অনায়াসে বিবর্জিত অবাস্তব, আদিম আদর্শ বলে যার বর্তমান বাণিজ্যিক জগতে কোনো প্রাসঙ্গিকতা নেই | এ মাত্র দুঃখজনক ব্যাপার নয়, এ এক শোচনীয় পরিণতি | মূলে প্রত্যাবর্তন করো, হে মানব, রামকৃষ্ণে ফেরো !
24. রবীন্দ্রনাথ লিখতেন কবিতা | তখন তাই ছিল সর্বশ্রেষ্ঠ সাহিত্য | আজ তার চেয়েও বড় সাহিত্য সৃষ্টি হয়েছে যার জনপ্রিয়তা সর্বাধিক | তার নাম 'ছবিতা', প্রতিকৃতিপ্রেম | যে কোনো প্রতিবেদনে ছবিরই জয়জয়াকার, বিষয়বস্তুর নয় |
25. সনানুভূতি is sympathy, not empathy.
'একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ?' - ভূপেন হাজারিকা
26. Talk nice things, give financial support, wean away the susceptible from their ancestral religion and convert them. Good game plan.
27. লড়তে হবে | রুখে দাঁড়াও |
28. Love is worship when it extends to all.
29. কোনো মহাপুরুষেরই দেখছি প্রকাশ্যে সম্পূর্ণ সত্য বলার ক্ষমতা নেই | সব মানুষকে তুষ্ট রাখতে গেলে যে সত্যের অপলাপ ঘটে |
30. সোজা পথ ভগবানের | বাঁকা পথ রাজনীতির | প্রথমটা বিদ্যামায়াশ্রিত আর দ্বিতীয়টা অবিদ্যামায়াগ্রস্ত |
31. দানব দেবের পূজো পায় | শান্তি আসবে কি করে ?
32. লাভ, ক্ষতি তো ধর্ম, অর্থ, কামে | মোক্ষমার্গে এর অনুপ্রবেশ নেই | সেখানে অটুট সীমান্তরক্ষা | প্রবৃত্তিরূপ কোনো আততায়ী ঢুকতে পারে না |
33. ভগবান নিজেকে নিঃশেষে দেন, হিসেব করে দেন না | তাঁর নিঃশেষে দেওয়ার মধ্যে থাকে অগণিত গণিত, চৈতন্যের সাম্যস্পন্দনে কৃত বিশ্ববিজ্ঞান | আর তারও ঊর্ধ্বে তাঁর প্রেম যার হ্লাদিনী প্লাবনে অনু হতে ব্রহ্মাণ্ড হৃৎকম্পমান, পরস্পর পরস্পরের আকর্ষণে চালিত যুগ হতে যুগান্তরে | ভগবানের প্রেমের বিচ্ছুরণেই প্রাকৃতিক নিয়মের পালা | নটরাজের নৃত্য, বংশীধরের বাদন যেন জ্ঞান ও প্রেমের যুগ্ম সংযোজন বেহিসেবীর মুক্ত উল্লাসে গগনে সংঘটিত | কে বুঝবে লীলাময়ের লীলা ? এইমাত্র অনুভূত হয় ধমনীতে তাঁর প্রেমস্পন্দন, প্রকাশিত হয়ে পড়ে জীবনের নন্দনকর্মে |
34.
Slaves to circumstance,
They know not even how to love.
O bondmen of the world,
Of what avail is life
If love be throttled thus?
35. বেদান্তের নামে যা প্রচারিত হয় তা অধিকাংশই হয় বেদাদি নয় বেদমধ্য |
36. চিন্তা করতে কি কাউকে শেখানো যায়, চাঁদু ? চিন্তা করতে পারে পৃথিবীতে গুটিকতক লোক | বাকিরা সব তথ্যের চর্বিতচর্বণ করে মাত্র |
37. Peace of mind comes from absence of animosity towards any.
38. Left movement will grow so long as exploitation by capital continues. Repression cannot root out revolutionary response.
39. The terrestrial drama is being enacted as on a silver screen. It is merely a mental projection, surface deep, insubstantial and hollow. Beneath is the substance, the consciousness-stuff, the reality of undying existence.
40. Where there is overmuch of material work, there can be no love.
41. Work but do not bend under its load. That is bondage, slave-like. Work happily, a free man.
42. বৈশ্যযুগের একটি বিশেষ বৃত্তি চৌর্যবৃত্তি, এবং তা লাভরূপ মুখোশধারী, আইনতঃ স্বীকৃত | এর বিরুদ্ধে নালিশ চলে না, শুধু শোষণসহন সম্ভব |
43. স্বাদেশীকরণ, আত্মনির্ভরতা---এ সবের মূল হল পুনরায় সনাতন সংস্কৃতিতে প্রত্যাবর্তন | শুধু বাণিজ্য বাড়ানো, সাথে সাথে সমাজে নির্লজ্জ লোভবর্ধন, বিজ্ঞাপনের বান ডেকে আনা, বাধাহীন আত্মপ্রচার, চারিত্রিক অসহনীয় অবক্ষয়, স্তাবকতা, ক্ষমতাভোগের ভয়ঙ্কর প্রবণতা---এ সবের দ্বারা দেশগঠন হয় না | দেশে সবরকম জিনিসপত্র তৈরি করলেই স্বাদেশীকরণ, আত্মনির্ভরতা হয় না | চাই স্বীয় সংস্কৃতিতে অবস্থান যথার্থভাবে, ওই ওপর ওপর নয় | ও সব পাশ্চাত্যপ্রভাবমুক্ত যথার্থ স্বাদেশিকতা নয় | ও সব প্রচ্ছন্ন পাশ্চাত্যপ্রভাব | চাই চরিত্র | চাই পুনঃ স্বীয় সংস্কৃতিতে গমন, তার সার সংগ্রহ, আত্মিকরণ, সনাতন আদর্শে অবস্থান, সনাতন ধর্মপালন, মনুষ্যত্বের, দেবত্বের বিকাশের পূর্ণ প্রয়াস | তবে হবে স্বাদেশীকরণ, আত্মনির্ভরতা, আত্মায় অবস্থান যার প্রথম ও সর্বশেষ শর্ত |
44. বাড়ীর এক প্রান্ত হতে আর এক প্রান্তে long-distance হাঁক না দিয়ে কাছে গিয়ে আস্তে করে, মধুরভাবে পরিবারের সদস্যের সাথে কথা বলুন |
45. Without absolute continence meditation is impossible. Brahmacharya is the precondition to concentration of the mind.
46. End your passages with a full-stop. Do not be so slipshod in your approach to online writing. Inaccuracy by persistent action becomes habit which then grips the soul in the reverse mode of imperfection.
47. সবাই দেখি হেতু নিয়ে ফোন করেন | অহেতুক কথা বলার জন্য প্রায় কেউই করেন না | অথচ, এঁরা নাকি ভগবানকে পেতে চান |
48. আত্মনির্ভরতাই আধ্যাত্মিকতা |
49. অর্থেই অনর্থ | তাই লোভকে প্রশ্রয় না দেওয়াই শ্রেয় | বিবেকহীন বিত্তবাসনা বিপদের কারণ |
50. বাসনা কমালে অভাব কমবে | বিজ্ঞাপনের প্রভাবে মানুষের বাসনা বাড়ছে | তাই অভাববোধও বাড়ছে |
51. A spiritual person ought to be humble. But those that are labelled spiritual are seldom so.
52. হতাশ হবেন না | ভেতরে আনন্দের ঘট বসিয়ে দিয়ে গেছেন ঠাকুর যেমনটি মায়ের হৃদয়ে বসিয়েছিলেন | তাঁর ভালবাসার অন্ত নেই | আনন্দ করুন |
53. দেহও আমার নয়, মনও আমার নয় | কি নেবে প্রকৃতি তুমি আমার থেকে ? আর আত্মা ? তা নেওয়ার সাধ্য তো তোমার নেই | তাহলে কি হারাবার ভয় ? এভাবে ভাবুন | হবে প্রকৃতির পরাজয় |
54. অভাব বড়লোকের, গরিবের অভাব নেই |
এর একটি অপরার্থ আছে | বড় মাপের মানুষের অভাব সমাজে, দরিদ্রচিত্তজনের অভাব নেই |
55. গুরুকে কাঠগোড়ায় দাঁড় করিয়ে বিচারের আসনে বসা শিষ্যের গর্হিত আধ্যাত্মিক অপরাধ |
56. মানুষেরই জন্য কাজ, কাজের জন্য মানুষ নয় | এমনই বিষয়ে মোহ যে বেচারারা দুদণ্ড কথা বলারও সময় পায় না | আমৃত্যু বিষয়রূপ দাসত্বশৃঙ্খল বহন !
57. কর্মে যদি বিশ্রাম না থাকে আর বিশ্রামে কর্ম না থাকে, তাহলে কর্মভোগ হল, কর্মযোগ নয় | আর ভোগই বা কি ? নেহাৎই দুর্ভোগ |
58. নিজেকে সম্মান করুন, শ্রদ্ধা করুন | আত্মসম্মান, আত্মশ্রদ্ধা হতেই জগতে বড় বড় কাজ হয়েছে | ভেতরে যিনি ঈশ্বররূপে বসে রয়েছেন, তিনি আর কেউ নন, আপনি স্বয়ং আপনার সর্বোচ্চ সত্তায় |
59. হেতুপূর্ণ প্রেম অনেক পাবেন, অহেতুক প্রেম কোথাও পাবেন না | যদি তা যথাযথ পান কোথাও তো জানবেন ঈশ্বর অবতীর্ণ সেথা |
60. জিলিপির প্যাঁচ শুনেছি কিন্তু এ যে দেখছি প্যাঁচের জিলিপি !
61. জীবন যদি জিজ্ঞাসা হয়, জিজ্ঞাসাও জীবন |
62. হেয়ালীর স্বার্থকতা তার অনন্ত সম্ভাবনায় | বিশ্বসৃষ্টি এক মস্ত হেয়ালী | এ কি খেয়ালী মহামায়ার ছন্দময় হেয়ালী ?
63. If life be of two days, let us live to love and not waste a moment in futile hate.
64. Politicians are Rhinodas and Rhinodis.
'Rhinoda' means elder brother with rhino hide and 'Rhinodi' means elder sister with rhino hide. They have such rhino hide that they shamelessly do what they do in public and do not need a dark cave to hide their darker deeds.
65. If Swamiji is preached in an effeminate manner, his person is being injured indirectly, his principles violated directly.
66. The very effeminacy which Swamiji wanted to root out from this nation, especially Bengal and Madras, has come to maturity now at its fullest. Vivekananda is being persecuted day in and day out by effeminate followers from commoner to top leader in the name of devotion to the mighty one. Culture has reached its corroded nadir. Hope there will be an upswing now. But who knows?
67. It seems it is a crime to be a Hindu in Bangladesh where Hindu women are regularly ..... Will the GOI not protest against this?
68. বাংলাদেশকে কি ওরা হিন্দুশূণ্য করতে চায় ?
69. When there is so much persecution of Hindus going on in Bangladesh, why don't you all daily lodge a Facebook protest against it?
70. বাংলাদেশে হিন্দু মেয়েদের ওপর অকথ্য অত্যাচার হচ্ছে আর আমরা মুখ বুঁজে তাই দেখতে থাকব ? আওয়াজ তুলব না ? অন্ততঃ কিছু রোজ লিখুন |
71. Calm the world, stop wars, plant trees. Else, victor and vanquished will both perish at the hands of Nature.
72.
ভূতেশানন্দজী ঠিকই বলেছিলেন রামকৃষ্ণ মিশনের দীক্ষিত ভক্তদের সম্বন্ধে | তাঁদের বহুল দীক্ষা সত্ত্বেও সমাজের এতটুকু উন্নতি পরিলক্ষিত হয় নি | বরং সমাজ ক্রমশঃ অধঃপাতে গেছে, যাচ্ছে | এর অর্থ দীক্ষিত ভক্তের নিঃসারতা | মহারাজ বিভ্রান্ত ছিলেন ভক্তদের সমাজপরিবর্তনে এই নিষ্কৃয়তা দেখে |
ভূতেশানন্দজী মহাসমাধিপ্রাপ্ত হন ১৯৯৮ সালে | তারপর দীর্ঘ ২৭ বছর কেটে গেছে | আজ ভূতেশানন্দজী দেহে থাকলে হতবাক হয়ে যেতেন মানুষের চারিত্রিক অবক্ষয় দেখে | এখন ভক্তদের, সাধুদের সম্বন্ধে তিনি কি বলতেন ?
73. বর্তমানের এই দুর্বল বাঙালীর পূর্বসুরী যে বঙ্কিমচন্দ্রের ন্যায় বীরপুরুষ, তা ভাবতে আশ্চর্য লাগে |
74. কি হবে লিখে ? ওই এক জোড়হাতে নমস্কার, 'Right', 'Super', 'Joy Vivekananda', 'Jayatu Swamiji', 'Joy Thakur' ইত্যাদির বাইরে বুদ্ধিদীপ্ত বক্তব্য প্রায় পড়েই না | ভাবজগতে যবনিকা পতন আর কি ! ঠাকুর-স্বামীজীর বৃথা অবতরণ !
75. বার বার জন্মাতে হবে, কোনো নিস্তার নেই | অহংকার নির্মূল, নিশ্চিহ্ন হবে, তবে তো মুক্তি |
76.
কি পরিবার, কি বন্ধুবান্ধব, কি ভক্তবৃন্দ, কি সাধুসন্ত, কি বুদ্ধিজীবি, কি সামান্যজন---কেউই মহামানবের বাণীকে আজ আর আমল দেন না | সবই নিজস্বার্থে নিমজ্জিত | কী অধোমুখী মনোবৃত্তি !
মানুষটা হাঁক দিতে দিতে মরে গেলেন, তবু মূঢ় জাগল না |
77. ভালবাসার চেয়ে বড় আর কিবা সম্পদ আছে আমাদের মত সাধারণের কাছে ? সেই প্রেমে প্লাবিত হোক জগত !
78. ঠাকুর ছিলেন প্রেমঘন মূর্তি, love incarnate. মা সকলের আপনার জন, জননী সর্বতোভাবে | আর স্বামীজী ছিলেন ঘনিভূত ভারত, condensed India.
79. 'কথামৃত' নিত্যপাঠে যদি ঐশীভাব না জাগে, তো কোনো গ্রন্থপাঠে জাগবে না | প্রত্যহ প্রাতঃপাঠ শুরু করুন ঠাকুরের এই বাণীরূপ দিয়ে |
80. Swamiji was the confluence of the diverse currents of human thought, of human civilisation spanning ages, crossing continents. He was the harmony of them all.
81. When great souls come, they flood the world with love. Myself am a small soul but can add my tiny bit to the world's pool of love.
82.
83.
84.
85.
86.
87.
88.
89.
90.
91.
92.
93.
94.
95.
96.
97.
98.
99.
100.
No comments:
Post a Comment