'৪৭এ বিকশিত ভারত ? ... ১
'৪৭এ বিকশিত ভারত ? ... ১
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
যে দেশে গুণের মর্যাদা নেই, সে দেশ বিকশিত হবে কি করে ? 'বিকশিত ভারত' বললেই তো আর ভারত বিকশিত হবে না ? গুণের অবনমনে কি আর যথার্থ বিকাশ ঘটে ? শুধু জনসংখ্যা আর GDP বৃদ্ধির দ্বারা কি ভারত '৪৭এ বিকশিত হবে ? শিক্ষার উৎকর্ষ কই ? সংস্কৃতির মানোন্নয়ন কই ? দিনে দিনে মূল্যবোধের অবক্ষয়, চপলতা, লঘুচিত্ততার ক্রমবর্ধন, রাজনীতিতে অপরাধির সংখ্যাবৃদ্ধি, নানা বর্ণে, জাতিতে, ধর্মে বিভাজন---এই সব সম্বল করে কি বিকাশ সম্ভব, নাকি সে বিকাশ যথাযথ বিকাশ ? ধর্ম তো কিছু অর্থ নয়, অর্থও কাম নয়, আর মোক্ষপথ এত সহজলভ্য নয় যে তা বিজ্ঞাপনের জোরে প্রাপ্ত হবে | মানুষ কই যে এই যথাযথ বিকাশ ঘটাবে, ঘটিয়ে ধারণ করবে ?
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
'৪৭এ বিকশিত ভারত ? ... ২
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
'৪৭এ বিকশিত ভারত শুধু GDP বাড়লে হবে না | অতীব অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে | বেকার সমস্যা দূর করতে হবে | জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে | PER CAPITA GDPর ওপর জোর দিতে হবে | সেখানে ভারত ভয়ঙ্করভাবে পেছিয়ে | শুধু বড়লোকের ভারত নয় এটা, উচ্চ মধ্যবিত্ত মানুষের ভারতও শুধু নয় | মধ্য মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষেরও ভারত এটা---এ কথা ভুললে চলবে না |
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment