Tuesday, 28 January 2025

রাম নাম সত্য হয়


রাম নাম সত্য হয়

♤♤♤♤♤♤♤♤♤♤


ছোটবেলা থেকে সব ধর্ম সমান সত্য, এই মিথ্যা শিক্ষা দিয়ে হিন্দু সন্তানদের ক্লীব করে রেখেছেন ও তাদের স্বধর্মের প্রতি বিশেষ আনুগত্যের পথে বাধাস্বরূপ হয়ে দাঁড়িয়েছেন বিশিষ্ট জনেরা ও বিশিষ্ট সঙ্ঘেরা | সব ধর্মই যখন সমান সত্য তখন হিন্দু ধর্ম থাকলেই বা কি আর গেলেই বা কি ? ইসলাম ও খ্রীষ্টধর্ম তো রইল | তাহলেই হল | গরুর মাংস খেলেই বা কি আর না খেলেই বা কি ? হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করে নিকাহ্ করলেই বা কি ? প্রেমই ধর্ম, তাই না ? ইসলামের তাড়নে দেশ ত্রিখণ্ডিত হলেই বা কি ? ও তো ভৌগলিক ব্যবধানমাত্র, থোরী সাংস্কৃতিক বিভাজন ? ইসলাম আর খ্রীষ্টধর্মের প্রসারে ভারত সনাতন ধর্মমুক্ত হলেই বা কি ? ওই দুটো ধর্মও তো সনাতন ধর্মের ঈশ্বরের কথাই অন্য ভাষায় বলে | তাই নয় কি ? সর্বধর্ম সমন্বয় সাধন করতে গিয়ে যদি সনাতন ধর্ম ব্যবহারিকভাবে লোপ পায়, তাতেই বা কি ? থাকবে তো তাও সনাতন ধর্ম প্রকৃতির বুকে মানবমনের অন্তরালে অবিনশ্বর | তাই নয় কি ? অতএব, হিন্দু তার ক্লীবত্বে, ভোগেচ্ছায়, কাপুরুষতায় নিশ্চিন্ত | কিসের দরকার হিন্দুত্বের ? কিসের প্রয়োজন ধর্মরক্ষার্থে ধর্মযুদ্ধের ? চলো ভাই বাজনা বাজাই সর্বধর্ম সমন্বয়ের | সাথে ঢোল পেটাবো সনাতনের অন্ত্যেষ্টক্রিয়ার | রাম নাম সত্য হয় |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)


আলোকচিত্র : কে মানে এঁকে ?

No comments:

Post a Comment