যত মত তত পথ ... ১
যত মত তত পথ ... ১
●●●●●●●●●●●●●●●
সব ধর্ম সত্য নয় | পুকুরের চার পারে মানুষ একই জলকে জল, পানি, water ও aqua বলে ডাকলেও নয় | সত্য এক ও অদ্বিতীয় তুরীয় অবস্থায়, বহুরূপে প্রকাশিত দ্বন্দ্বময় মায়িক জগতে | বেদান্তের এই সিদ্ধান্তই সঠিক | এব্রাহ্যামীয় পন্থাগুলির ঈশ্বরসম্বন্ধীয় সিদ্ধান্ত এই পূর্ণসত্য হতে অনেক দূর, বিশেষতঃ ইসলামের সিদ্ধান্তগুলি | 'যত মত তত পথ' যেভাবে আংশিকভাবে প্রচারিত হয়, তা তথ্যগতভাবে সত্য নয় কারণ তা ইসলামীয় শাস্ত্রবিরুদ্ধ, তুরীয় সত্যের পার্থিব অতীব সরলীকরণ ও শ্রীরামকৃষ্ণের ইসলামসম্বন্ধীয় অপরিপূর্ণ তথ্যজ্ঞানের নিরিখে উচ্চারিত | কোরান পড়লেই তাঁর এই ধারণা যে ভ্রান্ত ও ইসলামবিরুদ্ধ, তা পরিষ্কার হয়ে যায় | তিনি অদ্বৈতজ্ঞানের শিখরে অবস্থান করে নিজ চারিত্র মাহাত্ম্যগুণে যে ধারণা করেছিলেন ইসলাম সম্বন্ধে তা প্রকৃত ইসলাম নয়, কল্পিত ইসলামের বৈদান্তিক উন্নয়ন | তাই তাঁর 'যত মত তত পথ' বাণীটির অন্য ব্যাখ্যা প্রয়োজন | যেভাবে তা করে থাকেন তাঁর অনুগামীরা, তা শ্রুতিমধুর হলেও তথ্যগতভাবে, ইসলামীয় শাস্ত্রগতভাবে অসঙ্গত |
রচয়িতা : সুগত বোস (Sugata Bose)
No comments:
Post a Comment