Saturday, 13 December 2025

সিদ্ধান্ত সংশোধনের সময় সমাগত


সিদ্ধান্ত সংশোধনের সময় সমাগত 

●●●●●●●●●●●●●●●●●●●●●●●


আধ্যাত্মিক পুরুষ অথচ কঠিন সত্য বলার সৎসাহস নেই ? দেশের শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়ানো ত' দূরের কথা, উপরন্তু তার দুষ্ট ধর্মীয় তত্ত্বকে প্রশ্রয় দেওয়া পরোক্ষভাবে তাকে বারংবার সত্য বলে ঘোষণা করে ?  এ কেমন দেশপ্রেম ? এ কেমন ভগবদ্বুদ্ধি ? এ কেমন আধ্যাত্মিকতা ? এর ত' প্রতিকার প্রয়োজন | সংবিধানের সংশোধন হয় আর অবতারপুরুষের ঐতিহাসিক ভুলের সংশোধন হয় না ? তা হলে তা যথাযথভাবে ধর্ম আখ্যা পায় কি করে ? ধর্ম ত' শুধু অপরোক্ষ অনুভূত অতিন্দ্রিয় ব্রহ্মতত্ত্ব নয় যে তা ত্রিকাল অবাধিত অবিসংবাদিত সত্য বলে অচ্যূতরূপে অবস্থান করবে ? দ্বন্দ্বময় জগতের দ্বৈতধর্ম ত' স্মৃতিশাস্ত্রের ন্যায় সংশোধনসাপেক্ষ | এবার তাহলে তার সংশোধন হ'ক | আজকের অধ্যাত্মপুরুষরা কি নির্বোধ, নিঃশক্তি যে তাঁরা এই ভ্রান্ত সিদ্ধান্ত পরিবর্তনে অপারক, যে পরিবর্তন সনাতন সভ্যতা সংরক্ষণের সাপেক্ষে আজ অপরিহার্য ? এর জন্যও কি আবার আর এক যুগাবতার ও আর এক যুগাচার্যের আবির্ভাবের আবশ্যক ? তাহলে ক্লীবতার শেষ সীমায় সমাগত বর্তমানের বকধার্মিকের দল |  🕉 


রচনা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment