সনাতনে বিজ্ঞানসম্বন্ধ পুনঃপ্রতিষ্ঠিত হ'ক
সনাতনে বিজ্ঞানসম্বন্ধ পুনঃপ্রতিষ্ঠিত হ'ক
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
ধর্মে ব্যক্তিপূজা আছে বলেই তত্ত্বের এই দুর্গতি | নইলে অধ্যাত্মবিজ্ঞানরূপ সনাতন ধর্মের এই হাল যে এক অবতারের ভুল আর এক অবতার ছাড়া সংশোধন করার সাহস কারো হয় না ? আধুনিক জড়বিজ্ঞানে এই কুসংস্কার নেই | সেখানে সবই প্রমাণসাপেক্ষ, ব্যক্তিবৈজ্ঞানিকের চারিত্রমাহাত্ম্যের ওপর নির্ভরশীল নয় | এই রকমই আদিতে সনাতন ধর্মও ছিল, পরিক্ষা নিরীক্ষার দ্বারা উপনীত শতসহস্র সংশোধনসাপেক্ষ সিদ্ধান্তে স্থিত | এইরূপে স্মৃতিশাস্ত্র রচিত হয়েছিল | কিন্তু কালপ্রবাহে মহাপুরুষের ও অবতারপুরুষের প্রতি শ্রদ্ধায় তথ্য তথা তত্ত্বের প্রতি আনুগত্যকে ছাপিয়ে সত্যাসত্যের বিচাররহিত হয়ে পড়েছে ব্যবহারিক হিন্দু ধর্ম | তাই আজ যথার্থ তথ্যবিহীন অশাস্ত্রীয় সিদ্ধান্তকেও অবতারোক্ত বলে সত্য সিদ্ধান্তরূপে মেনে নেওয়া হচ্ছে যার বিষবৎ ফল হিন্দুকে প্রতিনিয়ত ভোগ করতে হচ্ছে তার সর্বনাশসাধন পর্যন্ত | এবার সনাতন ধর্মের সুপ্রাচীন বিজ্ঞানমনস্কতায় ফেরা যাক | ভ্রান্ত সিদ্ধান্তের সংশোধন হ'ক | এতেই কল্যাণ | এই হল যথার্থ ধর্মাচরণ, যুগাবতারের ঐতিহাসিক ভ্রান্ত নির্ণয়ের পরিমার্জন |
রচনা : সুগত বোস (Sugata Bose)
No comments:
Post a Comment