Sunday 5 November 2023

ভাববার বিষয় ... ২


ভাববার বিষয় ... ২

--------------------


একটা ঢেউ এখানে উঠেছে | আর একটা যাতে না ওঠে তারই সাধনা | অথচ, অনন্ত চিৎসমুদ্রে ঢেউ উঠেই চলেছে নিরন্তর, অবিশ্রাম | তায় আবার বাগাড়ম্বর, ঊর্মীসম অহংস্ফীতি, কর্মের নিদারুণ উন্মত্ততা ! অন্ধ মনের অন্তিম প্রয়াস হতে জাতঃ ভাবের নিত্য বিগ্রহ---এই মূর্তিপূজার হাত থেকে কে বাঁচাবে ? কোথা কৈবল্য ? জন্ম হতে জন্মান্তরে, কর্ম হতে কর্মান্তরে, ভাব হতে ভাবান্তরে চলেছে ছুটে প্রকাশের প্রহসন | নিস্তার নেই কোনোখানে | ঢেউ উঠছে, নামছে, উঠছে, নামছে নিরন্তর | অজ্ঞানের অন্ধকারে, আলোকের আবরণে, মায়ার মিথ্যাচারে আন্দোলিত বিশ্বচরাচর | মুক্তি কোথায় ?


রচয়িতা: সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment