Saturday 18 November 2023

ভাববার বিষয় ... ৩


ভাববার বিষয় ... ৩


প্রথমে দেখতাম ভেতরটা বাইরে | পরে দেখলাম বাইরেটা ভেতরে | শেষে কি তবে বাইরে ভেতর এক অখণ্ড সত্তারূপ বোধ হবে অহংরূপ মাত্রব্যবধান যাকে দ্বিধাবিভক্ত করে রেখেছে অনির্বচনীয় মায়ার দ্বারা? এক নির্দ্বন্দ্বসত্তা বহুল প্রতীত ? তাই কি ঠাকুর সচ্চিদানন্দ সাগরে মনরূপ লাঠির কথা বললেন ? বললেন গঙ্গায় আমিরূপ ঘটের কথা যার ভেতরে জল, বাইরে জল, মাত্র অহংরূপ প্রাচীরের ব্যবধান যা সরে গেলেই সব জলে জলময় একাকার, অধঃ ঊর্ধ্ব পরিপূর্ণ ? একি জল না অমৃত সাগর যার মাঝে মক্ষিকারূপ নরেনকে ঝাঁপ দিতে বললেন অমরত্বের সন্ধানে ? মনের আমি না আমার মন ? একের বহু না বহুর এক ? দৃষ্টি হতে সৃষ্টি না সৃষ্টি হতে দৃষ্টি ?


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment