Tuesday, 2 September 2025

POESY: ছড়ার ছড়াছড়ি

ছড়ার ছড়াছড়ি

●●●●●●●●●●●


সব মেনে চলি

কিন্তু কিছু নাহি বলি |

এরকম হলে যে

আমি হব পাঁঠা,

আর যূপকাষ্ঠে হব তবে

মঙ্গলবার বলি ||

তুমি হলে ভিন্ন ধাতের, 

রাধাকৃষ্ণকলি,

কিন্তু এদিকে যে প্রাণ যায়,

কেষ্ট মারে গোলি ||

বন্যা হলেও পাড়ে পড়ে 

ঊর্বরা মাটি পলি,

কিন্তু খরা হলে জ্যান্ত মরে

উদর অগ্নিসম জ্বলি ||


ছড়াকার ছড়িয়ে ছিটিয়ে,

সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment