মহাবাহো !
মহাবাহো !
●●●●●●●●
নির্বীর্য জীব গীতার মাহাত্ম্য কি বুৃঝবে ? গীতা সমরগ্রন্থ, ধর্মরক্ষার্থে যুদ্ধকৌশল, কাপুরুষের শাস্ত্র নয় | গীতার কোন' পাঠে কোথাও শুনি না কোন' প্রচারকের মুখে শ্রীকৃষ্ণের ন্যায় যুদ্ধপ্রস্তুতির উদ্ঘোষ | এমন সবল শাস্ত্রের কাপুরুষের হাতে কী করুণ পরিণতি ! স্বামীজী 'স্বদেশমন্ত্র' যেমন অগ্নিময়, গীতা তেমনই | বাণীব্রহ্ম বারুদ ! এর প্রচার পুরুষে করুক, কাপুরুষে নয় | হিন্দুরা রাষ্ট্রসংকটে পড়েছে আবার | এখন ঘরে ঘরে বীর, বীরাঙ্গনার জন্ম চাই, ইন্দ্রিয়পরায়ণ ক্লীবের নয় | মহোৎসাহে, মহোদ্যমে ব্রহ্মচর্য পালন ও সনাতন ধর্মের রক্ষাকল্পে জীবনযাপন ও মরণ, এই হ'ক হিন্দুর জীবনমন্ত্র | গীতা হিন্দুকে সমরসক্ষম করুক, বাক্যবাগীশ নয় মাত্র | গীতা হিন্দুকে সাহসী করুক, রণাঙ্গনের রথী-মহারথী করুক, প্রবল পরাক্রান্ত পদাতিক করুক, নৃত্যগীতকাব্যবাদ্যপটিয়সি সখীসুলভ ইন্দ্রিয়পরবশ দুর্বলতার প্রতিমুর্তি হতে অনুপ্রাণিত না করুক | এতে গীতাহনন হয়, সেই সাথে আত্মহনন | সাবধান !
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment