Sunday 2 June 2024

কে কোথায় সংখ্যাগুরু? কে কোথায় সংখ্যালঘু ?


কে কোথায় সংখ্যাগুরু? কে কোথায় সংখ্যালঘু ?

☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆


মুর্শিদাবাদে কিন্তু মুসলমান সংখ্যাগুরু, সংখ্যালঘু নয় | ওখানে হিন্দু সংখ্যালঘু | বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘু, সংখ্যাগুরু ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী | গোটা দেশের সামগ্রিক চিত্র ধরে আঞ্চলিক পরিসংখ্যানগত আখ্যা দেওয়া ঠিক নয় | কাশ্মীরে হিন্দুরা ভয়ঙ্করভাবে সংখ্যালঘু হওয়া সত্ত্বেও কোন রকম সুযোগ সুবিধা পাননি | তার ফল আমরা দেখেছি, দেখছি | এটি সাংবিধানিক অবিচার বলে বোধ করি | এর সাংবিধানিক প্রতিকার প্রয়োজন |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment