Saturday 15 June 2024

যখন ঘূণ ধরে সমাজে




যখন ঘূণ ধরে সমাজে

☆☆☆☆☆☆☆☆☆☆


ধেই ধেই করে নাচলে দেশ তৈরি হবে না | এখন ক্ষাত্রবীর্য চাই | ত্যাগের নামে তপস্যা চাই, চাই পৌরুষপ্রদর্শন, মেয়েলি নৃত্য নয়, তাও অসংস্কৃত হেলানোদোলানো অতিস্থূলকায় শরীর | জাতির মেরুদণ্ড আজও তৈরি হল না | যদি সন্ন্যাসীরা সর্বোচ্চ গুরুর সহযোগে দেশের দুর্দিনে নেচে গেয়ে ভিডিও করেন ও মেয়েলি ভক্তকুল তা বহুল প্রচার করেন, তো পচা দেশের মরণকাল উপস্থিত হতে আর দেরি নেই | স্বামীজী ব্যর্থ তাঁর অনুগামীদের মধ্যে পৌরুষ জাগাতে | শুধু তাঁর অনুগামীরাই নয়, গোটা জাতির মধ্যে আজ এই মেয়েলি হাবভাব বেড়ে চলেছে যা ইন্দ্রিয়পরায়ণতারই নামান্তর | এটি বোধের বিষয়, চৈতন্যের সূক্ষ্ম আলোকে এর তাৎপর্য পরিষ্ফুট, নচেৎ নয় | 


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)


"My mission is not Ramakrishna's nor Vedanta's nor anything but simply to bring MANHOOD to this people," said Swamiji to Nivedita.


"খোল-করতাল বাজিয়ে লম্ফঝম্প করে দেশটা উৎসন্নে গেল। একে তো এই dyspeptic (অজীর্ণ) রোগীর দল, তাতে আবার লাফালে ঝাঁপালে সইবে কেন? কামগন্ধহীন উচ্চ সাধনার অনুকরণ করতে গিয়ে দেশটা ঘোর তমসাচ্ছন্ন হয়ে পড়েছে। দেশে দেশে, গাঁয়ে গাঁয়ে যেখানে যাবি, দেখবি খোল-করতালই বাজছে! ঢাকঢোল দেশে তৈরি হয় না? তুরীভেরী কি ভারতে মেলে না ? ঐ-সব গুরুগম্ভীর আওয়াজ ছেলেদের শোনা। ছেলেবেলা থেকে মেয়েমানষি বাজনা শুনে শুনে, কীর্তন শুনে শুনে দেশটা যে মেয়েদের দেশ হয়ে গেল! এর চেয়ে আর কি অধঃপাতে যাবে ? কবিকল্পনাও এ ছবি আঁকতে হার মেনে যায়! ডমরু শিঙা বাজাতে হবে, ঢাকে ব্রহ্মরুদ্রতালের দুন্দুভিনাদ তুলতে হবে, 'মহাবীর, মহাবীর' ধ্বনিতে এবং 'হর হর ব্যোম্ ব্যোম্' শব্দে দিগ্দেশ কম্পিত করতে হবে। যে-সব music-এ (গীতবাদ্যে) মানুষের soft feelings (হৃদয়ের কোমল ভাবসমূহ) উদ্দীপিত করে, সে-সব কিছুদিনের জন্য এখন বন্ধ রাখতে হবে। খেয়াল-টপ্পা বন্ধ করে ধ্রুপদ গান শুনতে লোককে অভ্যাস করাতে হবে। বৈদিক ছন্দের মেঘমন্দ্রে দেশটার প্রাণসঞ্চার করতে হবে। সকল বিষয়ে বীরত্বের কঠোর মহাপ্রাণতা আনতে হবে। এইরূপ ideal follow (আদর্শ অনুসরণ) করলে তবে এখন জীবের কল্যাণ, দেশের কল্যাণ। তুই যদি একা এভাবে চরিত্র গঠন করতে পারিস, তা হলে তোর দেখাদেখি হাজার লোক ঐরূপ করতে শিখবে। কিন্তু দেখিস, ideal (আদর্শ) থেকে কখনও যেন এক পা-ও হটিসনি। কখনও সাহসহীন হবিনি। খেতে শুতে পরতে, গাইতে বাজাতে, ভোগে রোগে কেবলই সৎসাহসের পরিচয় দিবি। তবে তো মহাশক্তির কৃপা হবে।"


~ স্বামী বিবেকানন্দ

No comments:

Post a Comment