আবার আসিব ফিরে আমি
আবার আসিব ফিরে আমি |
এই ধরাধামে,
এই পৃথ্বীতলে,
আবার আসিব ফিরে আমি || ... ১
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
অবতারের আগমন আসন্ন | আবার নতুন সঙ্ঘ হবে, আবার নতুন ছাঁচে সনাতন ভাব সাধন, জাগরণ, প্রচার | বর্তমানের অর্থবিকারে জর্জরিত সমাজে 'টাকা খাঁটি, খাঁটি টাকা' কে পরাভূত করে নতুন আদর্শে সমাজ সঞ্চালনকর্ম---এই মহতী প্রচেষ্টা সংসাধিত হবে নব কলেবরে আবির্ভূত নব অবতার ও তাঁর চিরপার্ষদদের জীবনযাপনে |
সমাজ আজ পথভ্রষ্ট, হতাদর্শ, ভোগাচ্ছন্ন, কলুষিত | এর মহৌষধি হাতে অবতীর্ণ হবেন শীঘ্র শ্রীভগবান ভবব্যাধি নিরাময়ের নিমিত্ত | বর্তমানে সনাতন ধর্মের প্রতিভূ যাঁরা, তাঁরা সঙ্ঘের অর্থস্বার্থকেই সত্যসাধনের ঊর্ধ্বে রেখে অধর্মাচারণ করছেন | এতে সামান্যজন ধর্মপালনে হতবুদ্ধি | এর প্রতিকার প্রয়োজন | তারই নিমিত্ত ভগবান নররূপ পুনর্ধারণ করবেন সনাতন ঐতিহ্যকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য |
শ্রীরামকৃষ্ণ তো বলেইছিলেন, "জানি কিনা আর একবার আসতে হবে | ... বায়ুকোণে দেহ হবে | ... পার্ষদদের পূর্ণজ্ঞান দিলাম না | পূর্ণজ্ঞান দিলে তারা আবার আসবে কেন ?"
শ্রীমা সারদাদেবী বলেছিলেন, "ঠাকুর বলেছিলেন একশ' বছর পরে আবার আসবেন | তখন তাঁর অনেক শ্বেতকায় ভক্ত আসবে, এই যেমন এখন নিবেদিতা টিবেদিতা সব আসছে না | আমি বললাম, 'আমি আর আসতে পারব না |' লক্ষ্মী বলল, 'আমায় তামাককাটা করলেও আর আসব না |' উনি বললেন, 'যাবে কোথা ? কলমীর দল, এক জায়গায় বসে টানলেই সব এসে পড়বে |' ... বর্ধমানের পথে যাবেন বলেছেন | গেরুয়া কাপড়, আলখাল্লা, এতখানা দাড়ি | হাতে ভাঙা পাথরবাটি | যাচ্ছেন তো যাচ্ছেন, খাচ্ছেন তো খাচ্ছেন, কোনো দিকবিদিক খেয়ালই নেই | পথে কাদের ছেলে বাহ্যে করবে |"
ক্রমশঃ
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment