Friday, 28 October 2022

POESY -- MUSINGS


POESY -- MUSINGS


1.


সবার কাজ আছে আমার ছাড়া,


আমার অবাধ ছুটি ।


কাজ ফুরোলে লীলাবিলাস,


তবু নিষ্ক্রিয় এই জুটি ।।


2.


বোঝার কথা কেউ বোঝে না,


মজার কথা এই ।


সোজা পথেই বাঁকা চলন,


তার অন্তিমে কেউ নেই ।।


3.


নয়ন ভরা ভুবন আমার, 


ভুবন ভরা নয়ন ।


অন্তবিহীন কর্মমাঝে


শ্মশানবাসীর শয়ন ।।


4.


তোমার আমার দুইয়ের মাঝে 


আছেন তিনি ফাঁকে ।


দুই পাশে তাঁর দুইটি ছায়া,


মধ্যে সেজন থাকে ।।


5.


কাজের মাঝে বিরাম যাহার, 


কাজ বুঝেছে সেই ।


কাজ ফুরোলে সাজ ফুরোবে,


শূন্য -- কিছুই নেই ।।


6.


যা লিখি সব আমার কথা, 


কার কথা আর জানি? 


যা দেখি সব নিজের ছবি --


তাই তুলির টানে টানি ।।










No comments:

Post a Comment