ভেতরে আত্মা জ্বল জ্বল করছেন
---‐-----------------------------------------------------
বাসনার বশবর্তী হলেই পঙ্কিল পথে গমন | দুঃখ অনিবার্য | কিন্তু হতাশ হবেন না | ভেতরে আত্মা জ্বল জ্বল করছেন | সদাজাগ্রত | প্রকাশিত হবেন | শুধু কালের বিলম্বমাত্র | দ্বন্দময় জগতের অভিভজ্ঞতা ফুরোলেই, বাসনাগ্নি নির্বাপিত হলেই আত্মা স্বমহিমায় ভাস্বর হবেন | তখন তৃষ্ণা নিবারিত, বাসনা বীজাকারে বিনষ্ট, কর্ম শান্ত, মুক্তি, শান্তি | তখন শুধু ঐশী অস্তিত্ববোধ, নিষ্কলুষ প্রেম, সর্বভুতে স্বীয় প্রতিবিম্বদর্শন, নির্দ্বন্দ বন্ধনহীনতা, ভূমানন্দ |
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment