Monday, 10 October 2022

স্বামীজীর কথা ... ১


স্বামীজীর কথা ... ১


স্বামীজী মৃত্যুচিন্তা করতে বলেছেন প্রতিনিয়ত, অর্থাৎ, জীবনের অনিত্যতা চিন্তা | প্রথম প্রথম ঘোর বিষণ্ণতা আসবে কিন্তু ক্রমে অমিতবিক্রম প্রকাশ পাবে | বীরের ন্যায় বাঁচবে মানুষ কারণ বীর মরতে ভয় পায় না | 'তুচ্ছ জীবন, তুচ্ছ মরণ' -- এসব স্বামীজীর কথা, আমার কথা নয় | কামকাঞ্চন ত্যাগ উপায় আর বিষয়ে অনাসক্তি | ধ্যানে, স্মরণে, মননে, জপে, পূজায়, স্বাধ্যায়ে, কর্মে, সেবায়, ভালবাসায়, শ্রদ্ধায় -- এসবে ঐ অনাসক্তির ভাব বজায় রাখা চাই |


বিষয়ে বিরাগ ও ঈশ্বরে অনুরাগ -- এই হল উপায় | একটি প্রতিষেধক, অপরটি পরিপূরক | মনকে বিষয়র সংযোগ হতে মুক্ত করতে হবে কারণ বিষয় নিরুদ্ধ মনকে ক্রমে একাগ্র, বিক্ষিপ্ত, ক্ষিপ্ত ও মূঢ় করে থাকে | উল্টো পথে মনের চালনা চাই -- মূঢ়, ক্ষিপ্ত, বিক্ষিপ্ত, একাগ্র, নিরুদ্ধ |


চিত্ত, স্বামীজী বলেছেন,স্বচ্ছ হ্রদের ন্যায় -- শান্ত, সমাহিত, নিস্তরঙ্গ | তাতে বিষয়ের প্রতিঘাতে তরঙ্গ ওঠে ও জলের স্বচ্ছতা তরঙ্গবিক্ষেপে ব্যাহত হয় | নিস্তরঙ্গ সলিলে আত্মদর্শন হয় কিন্তু বিষয়বিক্ষিপ্ত জলে প্রতিবিম্ব খণ্ড খণ্ড হয় | আর বিষয়ের পূর্ণ বিলুপ্তিতে শুধু যে স্বচ্ছ সলীলে সমাহিত চিত্তে আত্মরূপ দর্শন হয় তা নয়, চিদ্সমুদ্রই সমূলে বিলুপ্ত হয়ে সাক্ষীস্বরূপ আত্মা আত্মমহিমায় স্বপ্রকাশ হন |

No comments:

Post a Comment